ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনামুল হক

ডিলানের কণ্ঠে ফ্রাঙ্ক সিনাত্রা

প্রকাশিত: ০৬:২৯, ৩১ মে ২০১৬

ডিলানের কণ্ঠে ফ্রাঙ্ক সিনাত্রা

গত ২০ মে আরেকটি স্মরণীয় এলবাম আত্মপ্রকাশ করেছে। সেটি হলো ‘ফলেন এ্যাঞ্জেলস’- বব ডিলানের ৩৭তম স্টুডিও এলবাম। প্রকাশ করেছে কলাম্বিয়া রেকর্ডস। এলবামের বৈশিষ্ট্য হলো এতে জনি মার্সার, হ্যারল্ড আরলেন, স্যামি কাহন ও ক্যারোলিন লেইয়ের মতো নানা ধরনের গীতিকারের মধ্য থেকে ডিলান নিজে ১২টি আমেরিকান ক্লাসিক সুর বেছে নিয়েছেন। অনেকটা এই এলবামের আগের এলবাম ‘স্যাডোস অব দি নাইট’ এর মতো স্কাইলাক বাদে এর প্রতিটি গান এক সময় খ্যাতনামা মার্কিন কণ্ঠশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা রেকর্ড করেছিলেন। সমালোচকরা মোটামুটিভাবে এলবামটির অনুকূল পর্যালোচনা করেছেন। বিশেষ করে প্রশংসা করেছেন ডিলানের ভোকাল পরিবেশনা, প্রযোজনার মান এবং তার ব্যান্ডের বিন্যাস। এর ট্র্যাক লিস্টে আছে ইয়ং এট হার্ট, মে বি ইউ উইল বি দেয়ার, পলকা ডটস্্ এ্যান্ড মুনবিমস্, অল দ্য ওয়ে, স্কাইলার্ক, নেভারদিলেস, অল অব নাথিং এ্যাট অল, অন এ লিটল স্ট্রিট ইন সিঙ্গাপুর, ইট হ্যাড টু বি ইউ, মেলাস্কলি মুড, দ্যাট ওল্ড ব্ল্যাক ম্যাজিক, কাম রেইন অব কাম শাইন। ১৯টি রিভিউর ভিত্তিতে ‘মেটাক্রিটিক’ নামক প্রতিষ্ঠান এলবামটিকে ১০০ এর মধ্যে ৭৮ পয়েন্ট দিয়েছে যার দ্বারা মোটামুটি অনুকূল পর্যালোচনাই বোঝায়। ফলেন এনজেলস্্ের গানগুলোর মধ্য দিয়ে বব ডিলান আমেরিকার অসাধারণ সব গীত-বিতানের অন্বেষণ অব্যাহত রেখেছেন যে গানগুলোকে বিখ্যাত করে তুলেছিলেন ফ্রাঙ্ক সিনাত্রা। ডিলান স্বভাবতই সিনাত্রার গাওয়া এই গানগুলো থেকে স্থানীয় ভাষায় কিভাবে পরিবেশন করতে হয় তার অনেক কিছু শিক্ষা নিয়েছেন। এই স্টুডিও এলবামটি ফ্রাঙ্ক সিনাত্রার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলী। তবে এলবামটির একটা বৈশিষ্ট্য হলো এটা হৃদয়ের দিক দিয়ে হাল্কা। এলবামটি হৃদয়কে ভেঙ্গে দেয় না। দুমড়ে মুচড়ে দেয় না বরং এটি ভালবাসার গানে পরিপূর্ণ। ডিলানের বয়স এখন ৭৫। স্বাভাবিকভাবেই কণ্ঠের সেই মসৃণ সুরেলা আওয়াজ আগের মতো নেই। সে জায়গায় কিছুটা কর্কশ ও ফ্যাসফেসে আওয়াজ যুক্ত হয়েছে। এই এলবামে ডিলান এমন একজন শিল্পী হিসেবে গেয়েছেন যিনি জীবন থেকে কঠিন শিক্ষা নিয়েছেন এবং এই গানগুলোর মধ্যে সান্ত¡না খুঁজে পেয়ে জীবনের আনন্দ-বেদনার কাব্য অন্যদের কাছে পরিবেশন করছেন। বব ডিলান তার আসল নাম নয়। বাবা-মার দেয়া নামটি হলো রবার্ট জিমারম্যান। মিনেসোটার হিবিংয়ে তার জন্ম। কয়েক দশক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে, আবেগতাড়িত হয়ে চলে, রক বাজিয়ে এবং অফুরন্তভাবে নতুন থেকে নতুনতর কিছু আবিষ্কার করে এই শিল্পী এখন তার জীবনের হীরকজয়ন্তী পালন করছেন। এখনও তিনি গেয়ে চলেছেন ক্লাসিক জনপ্রিয় গান। যা তার নিজের ক্লাসিক গান নয়। বিভিন্ন গীতিকারের রচিত ফ্রাঙ্ক সিনাত্রার গাওয়া এই গানগুলো ডিলানের স্বকণ্ঠে পরিবেশনার রেকর্ড আগেই বেরিয়েছিল। এখন ফলেন এ্যাঞ্জেলসের মধ্য দিয়ে বের হলো এর দ্বিতীয় পর্ব। বলা যেতে পারে ডিলানের কণ্ঠেই ষাটের দশকের স্বনামধন্য আমেরিকান শিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা গাইলেন নতুন করে।
×