ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসবুকে লাইক

শেরপুরে শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২৫, ৩১ মে ২০১৬

শেরপুরে শিক্ষক সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলায় ধর্ম নিয়ে আপত্তিকর লেখায় ফেসবুক আইডিতে লাইক দেয়ার অভিযোগে বিপ্লব কুমার রায় নামে এক শিক্ষককে সোমবার সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এ ব্যাপারে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) বিপ্লব কুমারের বিরুদ্ধে ধর্ম নিয়ে আপত্তিকর লেখায় লাইক দিয়ে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। যে আইডি’র মাধ্যমে লেখাটিতে লাইক দেয়া হয়েছে, সেটি কৃষ্ণ কুমার নামে এ্যাকাউন্ট ওপেন করা। অন্য একটি লিংকের মাধ্যমে লেখাটি কৃষ্ণ কুমারের আইডিতে আসে। স্থানীয় লোকজনের অভিযোগ কৃষ্ণ কুমার নামে আইডিটি শিক্ষক বিপ্লব কুমারের। আর লেখাটিতে তিনি লাইক দিয়েছেন। এ নিয়ে রবিবার বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার সকালে শিক্ষক বিপ্লব কুমারের বিচারের দাবিতে এলাকার লোকজন স্কুলে যায় বলে প্রধান শিক্ষক সুদেব পাল জানান। এর প্রেক্ষিতে স্কুলের ক্লাস ছুটি দিয়ে তাৎক্ষণিক ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়। ম্যানেজিং কমিটি শিক্ষক বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত ও এ ব্যাপারে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। রংপুরে শিশুসন্তান হত্যার দায়ে মা-বাবার মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাঁচ বছরের শিশু উল্লাস ওরফে বেলাল চন্দ্রকে হত্যার দায়ে তার মা আদুরী রানী ও সৎবাবা বিপিন চন্দ্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান শিশু বেলাল হত্যা মামলায় এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিদের মধ্যে আদুরী রানী পলাতক। ২০১৪ সালের ১১ এপ্রিল আদুরী রানী তার ৫ বছরের শিশুপুত্র উল্লাস চন্দ্রকে বাড়ির কাছে খেলতে থাকা অবস্থায় কোলে করে এনে তার দ্বিতীয় স্বামী বিপিন চন্দ্রসহ দুইজনে মিলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। সাইকেল বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দশজন দরিদ্র মেধাবী স্কুলছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা। সোমবার দুপুরে ব্র্যাক ব্যাংক শাখায় ‘দূরন্ত ছাত্রী’ নামে আয়োজিত অনুষ্ঠানে ওই শিক্ষার্থীর হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আবেদুর রহমান সিকদার, দাউদুর রহমান, শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। জনপ্রতিনিধিদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেয়া হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনের এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তাজিনা সারোয়ার। ইউপির চেয়ারম্যান আব্দুল কাদের মল্লিকের সভাপতিত্বে সোমবার এই আয়োজনে আরও বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রাজনীতিক গিয়াসউদ্দিন মাঝি ও প্রবীণ শিক্ষক দিনেশ চন্দ্র দে প্রমুখ।
×