ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মিলিত দাবা পরিষদের নির্বাচন বর্জন, সমমনা দাবা পরিষদের ইশতেহার ও প্যানেল ঘোষণা

দাবা ফেডারেশনের নাটকীয় নির্বাচন আজ

প্রকাশিত: ০৬:১৯, ৩১ মে ২০১৬

দাবা ফেডারেশনের নাটকীয় নির্বাচন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন আজ। ক্ষমতাসীন সমমনা দাবা পরিষদ ও সম্মিলিত দাবা পরিষদÑ মূলত এই দুটি প্যানেলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কিন্তু নির্বাচন নিয়ে সোমবার নানা নাটকীয়তা পরিলক্ষিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনার চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রণয়নে অনিয়ম ও পক্ষপাতিত্বের প্রতিবাদে সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে। সোমবার সম্মিলিত দাবা পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোকাদ্দেস হোসাইন সংবাদ মাধ্যমকে একটি ই-মেইল পাঠান। জানা গেছে মোকাদ্দেস হোসাইন এবং যুগ্ম সম্পাদক পদে মোরসালিন আহমেদÑ এই দু’জন নির্বাচন বয়কট করেছেন। তবে তাদের প্যানেলের বাকিরা কেউ নির্বাচন বয়কট করেছেন কি না বা প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কি না, সেটা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। মিডিয়ার কাছে পাঠানো ই-মেইলে মোকাদ্দেস লেখেন, ‘আজ যে প্রহসনের নির্বাচন হচ্ছে তা বৈধতা না দেয়ার জন্যই সম্মিলিত দাবা পরিষদের এ সিন্ধান্ত। বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন একটি পক্ষের হয়ে কাজ করছে তা শুরু থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। যার প্রতিবাদে আমরা গত ৭ মে সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম।’ মোকাদ্দেস আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকায় যে সকল অনিয়ম ও ত্রুটি সংঘটিত হয়েছে তা তারা মিডিয়াকে আগেই জানিয়েছিলেন। চলতি খেলোয়াড় হিসেবে অনেকের কাউন্সিলরকে বাদ দিলে ওই নির্বাচন কমিশনারই আবার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নিজামুল ইসলাম খানকে বাদ দেয়নি। ঠিক একইভাবে নাম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরের নাম পরিবর্তন করা হলেও ক্লাবগুলোর আবেদনের ক্ষেত্রে তা মানা হয়নি। শুধু তাই নয়, অনেক কাউন্সিলর বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর হয়ে আসলেও সেগুলোর বৈধতা যাছাই বাছাই না করেই বৈধতা দেখানো হয়েছে। এ রকম অসংখ্য অনিয়ম ও প্রশ্নবিদ্ধ কাউন্সিলর তালিকার মধ্যে দিয়ে আর যাই হোক সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মাননীয় হাইকোর্ট তাদের প্যানেলে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার প্রত্যাশী কাউন্সিলর লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার বরিশাল জেলা থেকে বৈধভাবেই যে এসেছিলেন তার সঠিক রায় প্রদান করেন। একটি পক্ষকে জয়ী করতে এ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে। আজকের নির্বাচনে ৯৫ কাউন্সিলর তাদের ভোট প্রদান করবেন। নির্বাচন সামনে রেখে গতকাল সমমনা দাবা পরিষদ তাদের পূর্ণ প্যানেল পরিচিত এবং ইশতেহার ঘোষণা করে। ১৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে ইশতেহার প্রণয়ন করেছে সমমনা পরিষদ। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকের পূর্ণ সমর্থন নিয়ে পূর্ণ প্যানেল দিয়েছে সমমনা পরিষদ। নির্বাচনে সম্মিলিত পরিষদ নামে আরও একটি প্যানেল অংশ নিলেও তারা তাদের পূর্ণ প্যানেল দিতে পারেনি এবং নির্বাচনেও সেভাবে তাদের কার্যক্রম দেখা যাচ্ছে না। আইনী জটিলতা মাথায় নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৬ এপ্রিল দাবা ফেডারেশনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সহ-সভাপতি পদে চারটি, সাধারণ সম্পাদক পদে একটি, যুগ্ম সম্পাদক দুটি, কোষাধ্যক্ষ একটি ও ১৬টি সদস্য পদে আগামী ৩১ মে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা সারোয়ার হোসেন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত তিনমাসের জন্য নির্বাচনে স্থগিতাদেশ দেন। কিন্তু সোমবার সেই স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য আপিলেড ডিভিশনের পূর্ণ বেঞ্চ স্থগিতাদেশ দেয়। এখন নির্বাচন হলেও আইনী জটিলতা থেকেই যাচ্ছে। অবশ্য এসব নিয়ে চিন্তিত নন সমমনা পরিষদের নেতারা। পূর্ণ প্যানেল নিয়েই নির্বাচন ময়দানে নেমেছেন তারা। ভোটারদের কাছে টানতে অঙ্গীকারের ফুলঝুরিও ছুটিয়েছেন। সমমনা পরিষদ ২৪ জনের পূর্ণ প্যানেল দিয়েছে। এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে বিনাভোটে নির্বাচিত হয়েছেন রূপায়ণ গ্রুপের ডিএমডি মাহির আলী খান। সমমনা পরিষদেও সহ-সভাপতি পদে চারজন প্রার্থী। তারা হলেনÑ কেএম শহিদউল্যা, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন, গাজী সাইফুল তারেক এবং চৌধুরী নাফিজ শারাফাত।
×