ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেভানডোস্কিকে রিয়ালের প্রস্তাব ২৫ মিলিয়ন ইউরো

প্রকাশিত: ০৬:১৮, ৩১ মে ২০১৬

লেভানডোস্কিকে রিয়ালের প্রস্তাব ২৫ মিলিয়ন ইউরো

স্পোর্টস রিপোর্টার ॥ বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বেয়ার্ন মিউনিখেও ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন রবার্ট লেভানডোস্কি। তাই পোলিশ স্ট্রাইকারের দিকে দৃষ্টি পড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। রবার্ট লেভানডোস্কির এ্যাজেন্ট জার্মান সাময়িকী ডার স্পাইজেলকে দেয়া এক সাক্ষাতকারে জানান, রিয়াল মাদ্রিদের সঙ্গে কথাবার্তা হয়েছে তার। স্প্যানিশ ক্লাবটির সবকিছু শুনে বেয়ার্ন মিউনিখ কর্তৃপক্ষের কানেও ঢুকিয়ে দিয়েছেন তা। তবে লেভানডোস্কিকে ছাড়তে নারাজ বুন্দেসলিগায় রাজত্ব করা বেয়ার্ন। এ প্রসঙ্গে বেয়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে সাফ জানিয়ে দিয়েছেন। প্রয়োজনে সব ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। রুমেনিগে বলেন, ‘আমি একটা বিষয় নিশ্চিতভাবে জানি... আসন্ন মৌসুমে রবার্ট লেভানডোস্কি বেয়ার্ন মিউনিখের হয়েই খেলবেন। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। যত বড় প্রস্তাবই আসুক না কেন, আমরা রবার্ট লেভানডোস্কিকে বিক্রি করব না।’ ২০১৪ সালে নগর প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড থেকে বেয়ার্নে আসেন লেভানডোস্কি। ক্লাবটির সঙ্গে তার আরও তিন বছরের চুক্তি রয়েছে। কিন্তু তারপরও পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর মূল উদ্দেশ্য লেভানডোস্কির অসাধারণ পারফর্মেন্স। সদ্য সমাপ্ত মৌসুমে প্রথম ননজার্মান খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় ৩০ গোলের রেকর্ড গড়েন তিনি। সেইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আরও ৯ গোল। সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ৪২ গোল করে এবারের মৌসুম শেষ করেন রবার্ট লেভানডোস্কি। তাই তার দিকেই দৃষ্টি দেয় বর্তমান বিশ্ব ফুটবলের সফল ক্লাবটি। জার্মান সংবাদ মাধ্যমের দাবি, লেভানডোস্কিকে পেতে প্রতি মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো প্রদান করবে রিয়াল মাদ্রিদ। তবে পোলিশ তারকার প্রতি রিয়ালের নজরটা কিন্তু হঠাৎ করেই নয়। সেই ২০১৩ সালে তিনি যখন বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে তখন থেকেই দৃষ্টি রাখে রিয়াল। আরও সুস্পষ্ট করে বললে, সেই বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের বিপক্ষে ৪ গোল করার পর থেকেই তাদের নজরে চলে আসেন লেভানডোস্কি। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে লেভানডোস্কি জানান, ‘ছয় বছর ধরেই জার্মানিতে অবস্থান করছি আমি। এখানকার প্রায় সবকিছুই তো জিতেছি। তাই কখনও কখনও নতুন কিছু করার কথা ভাবতে হবে আপনাকে।’ এরপর থেকেই বিশ্বের সেরা সেরা ক্লাবগুলো নড়েচড়ে বসে। শুধু যে রিয়াল মাদ্রিদ তা কিন্তু নয়। এই তালিকায় রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এমনকি চেলসিও। অসাধারণ পারফর্মেন্সের কারণে গ্রীষ্মের ট্রান্সফর্মার উইন্ডোতে পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে ইতোমধ্যেই নাকি ৭০ মিলিয়ন পাউন্ড দর হাঁকানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ম্যানইউ, ম্যানসিটি ও চেলসির মতো ক্লাবগুলো! তবে এসবের সঠিক উত্তর সময়ই বলে দিবে।
×