ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমাকে অনেকেই ঈর্ষা করে ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:১৮, ৩১ মে ২০১৬

আমাকে অনেকেই ঈর্ষা করে ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বাদ পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর থেকে বেশ ফুরফুরে মেজাজে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। সোমবার এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, তার সাফল্যে অনেকেই ঈর্ষা করেন। এদিকে চ্যাম্পিয়ন্স লীগে দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি পেয়েছেন রোনাল্ডো। জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল ডটকম-এর পাঠক ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সি আর সেভেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের যোজন যোজন পেছনে ফেলেছেন তিনি। অবাক করা বিষয় হচ্ছে বার্সিলোনা তারকা লিওনেল মেসি জায়গা পাননি সেরা পাঁচেই। চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর এবার রোনাল্ডোর মিশন নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরোতে খেলা। শীঘ্রই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন। তবে আপাতত সি আর সেভেনকে বিশ্রামে রাখছেন পর্তুগাল কোচ ফার্নান্ডো সান্টোস। যে কারণে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলবেন না রোনাল্ডো। সমালোচকদের জবাব দিয়ে সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, এবারের মৌসুমে আমি আবারও বেশি মিনিট থাকায় এক নম্বর ছিলাম। ৪ হাজার মিনিটের বেশি খেলেছি আমি। এটা আমার কাছে অনেক কিছু। এটা বোঝায় আমি এখনও ভাল অবস্থায় আছি, আমি এখনও শারীরিক ও মানসিক দিক থেকে ভাল অনুভব করছি। এই আসরে (চ্যাম্পিয়ন্স লীগ) আবারও আমি সর্বোচ্চ গোলদাতা (১৬ গোল) হয়েছি। সি আর সেভেন বলেন, ফাইনালে আমার পারফর্মেন্স হয়তো সেরাগুলোর একটি নয়। কিন্তু কে অবিশ্বাস্য খেলেছে? কেউ না। এটা কঠিন, এটা মৌসুমের শেষ, মৌসুমের শুরুতে আপনার পায়ে যেমন জোর ছিল তা এখন থাকবে না। কিন্তু আমি আমার সেরাটা করেছি। আমি দৌড়েছি এবং জিতেছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্মৃতি সামনে এনে তিনি বলেন, কেবল ঈর্ষাকাতর লোকেরাই এটা বুঝতে পারে না। আমি এটাকে পাত্তা দেই না। যারা আমাকে ভালবাসে তাদেরই সবসময় কাছে রাখি আমি। এই চ্যাম্পিয়ন্স লীগও তাই তাদের জন্য। যে মানুষগুলো আমাকে সবসময় সমর্থন করে, পর্তুগালে আর সারাবিশ্বে যারা আমার ভক্ত তাদের জন্য। গোলডটকমের ভোটে রোনাল্ডো সর্বোচ্চ ৬০.৮ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লীগের আসরে ১৬ গোল করে গোলদাতাদের শীর্ষেও পর্তুগীজ তারকা। ফাইনালের আগেই তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েন। ১৬.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এ্যাটলেটিকোর স্প্যানিশ ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। তৃতীয়স্থানে থাকা রোনাল্ডোর ক্লাব সতীর্থ ও অধিনায়ক সার্জিও রামোস পেয়েছেন ৯.৫ শতাংশ ভোট। রিয়ালের আরেক তারকা কাসেমিরো ৫.১ শতাংশ ভোট পেয়ে তালিকায় চতুর্থ এবং এ্যাটলেটিকোর দিয়াগো গডিন ৪.৫ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। এদিকে বিজয়ী রিয়াল মাদ্রিদের ফুটবলারদের বরণ করে নিয়েছে দলটির ভক্ত-সমর্থকরা। দলটির উৎসব মানেই মাদ্রিদের প্লাজা ডে সিবেলেস। দেশে ফিরে ছাদখোলা দোতলা বাসে চড়ে জিনেদিন জিদানের শিষ্যরা সোজা চলে যান সিবেলেসে। স্প্যানিশ ভাষায় ‘কাম্পেওনেস’ বা চ্যাম্পিয়ন লেখা বাসে থাকা বিজয়ীদের কনফেত্তি উড়িয়ে সাদরে বরণ করে নেয় মাদ্রিদের মানুষ। রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে বসে চারটি জায়ান্ট স্ক্রিনে ফাইনাল উপভোগ করেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। তাদের অনেকেই সিবেলেসে চলে আসেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে। রিয়ালের ১১তম ইউরোপ জয় নিয়ে স্পেনের পত্রিকাগুলোতেও উচ্ছ্বাসের ঢেউ বইছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, রিয়াল আবার ইউরোপের রাজা। কোচ জিনেদিন জিদানের হাতে যেন জাদু আছে। রিয়াল মাদ্রিদে খেলার জন্য আর নেতৃত্ব দেয়ার জন্যই তার জন্ম।
×