ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে স্লোভাকিয়ার চমক

প্রকাশিত: ০৬:১৬, ৩১ মে ২০১৬

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে স্লোভাকিয়ার চমক

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন বাদেই শুরু হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সেরা আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। ফ্রান্সে অনুষ্ঠিত আসরে অংশ নেয়ার আগে প্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে প্রস্তুত। এরই অংশ হিসেবে রবিবার রাতে আন্তর্জাতিক প্রীতিম্যাচে মাঠে নেমেছিল দলগুলো। ঝালিয়ে নেয়ার এই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে সেøাভাকিয়া। প্রথমবার ইউরোতে খেলার সুযোগ পাওয়া দেশটি যে ভাল কিছু করতে চায় সে প্রমাণই রেখেছে। অন্য ম্যাচগুলোতে অবশ্য ফেবারিটরাই জিতেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো জয়ী স্পেন ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১-০ গোলে স্কটল্যান্ডকে ও পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে নরওয়েকে। পরশুর অন্যান্য ম্যাচে পেরু ৩-১ গোলে এল সালভাদরকে, যুক্তরাষ্ট্র ৪-০ গোলে বলিভিয়াকে, আর্মেনিয়া ৭-১ গোলে গুয়েতেমালাকে, লিথুনিয়া ২-০ গোলে এস্তোনিয়াকে, মেসিডোনিয়া ৩-১ গোলে আজারবাইজানকে, আলবেনিয়া ৩-১ গোলে কাতারকে, ইউক্রেন ৪-৩ গোলে রোমানিয়াকে, তুরস্ক ১-০ গোলে মন্টেনিগ্রোকে ও কলম্বিয়া ৩-১ গোলে হারায় হাইতিকে। সেøাভাকিয়ার মাঠে অবশ্য জার্মানি দ্বিতীয় সারির দল নিয়ে খেলে। কোচ জোয়াকিম লো ম্যাচটিতে খেলাননি টমাস মুলার, মার্কো রিউস, ম্যানুয়েল নিউয়েরদের মতো তারকাদের। আজ ইউরোর জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা জার্মান কোচের। এর আগে তরুণ খেলোয়াড়দের যাচাই করে নিয়েছেন লো। তবে সেøাভাকদের কাছে যে বিশ্বকাপ জয়ীরা হেরেই বসবে, তা হয়তো ভাবতে পারেননি অনেকে। বৃষ্টিবিঘিœত ম্যাচে ১৩ মিনিটে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন মারিও গোমেজ। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেøাভাকরা। ৪১ ও ৪৪ মিনিটে দুটি গোল করেন সেøাভাকিয়ার দুই ফরোয়ার্ড মারেক হামসিক ও মিচাল ডুরিস। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জুরাজ কুচকা। হতাশাজনক এই হারের জন্য জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য দায়ী করেছেন মাঠের পরিস্থিতিকে। বৃষ্টির কারণে পাসিং ফুটবল খেলাটা খুবই কঠিন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন এই জার্মান কোচ। আর কেউ যে ইনজুরির কবলে পড়েনি, সে জন্য তিনি ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। এবারের ইউরোতে গ্রুপ পর্বে জার্মানিকে খেলতে হবে ইউক্রেন, পোল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। পাঁচ ম্যাচ পর জয় পেয়েছে ইতালি। আগের চার ম্যাচে দুটি করে হার ও ড্র ছিল দলটির। অন্যদিকে টানা তিন জয়ের পর হেরেছে এবার ইউরোয় সুযোগ না পাওয়া স্কটিশরা। মাল্টার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি ইতালির। এ্যান্টোনিও কানড্রেভার ফ্রিকিক ফেরানোর পর ইমানুয়েলে জাক্কেরিনির ফিরতি শটও দারুণ দক্ষতায় রুখে দেন ডেভিড মার্শাল। বিরতির পর ৫৭ মিনিটে লম্বা করে বাড়ানো বল এডেরের পা হয়ে পেয়ে যান পেল্লে। গতিময় শটে ইতালিকে এগিয়ে দেন সাউদাম্পটনের এই উঠতি তারকা। ম্যাচে ইতালির শক্ত রক্ষণের তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি স্কটল্যান্ড। মুখোমুখি লড়াইয়ে এর আগে মাত্র একবার ইতালিকে হারায় স্কটল্যান্ড। ১৯৬৫ সালের নবেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে জিতেছিল দলটি। বাকি নয় ম্যাচের সাতটিতে জয় ছিল ইতালির। বাকি দুই ম্যাচ হয় ড্র। প্রাণভোমরা ও দলনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই নরওয়েকে সহজে হারায় পর্তুগাল। বিশ্রামে থাকা রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে ছাড়া খেলতে নেমে রিকার্ডো কুয়ারেসমা, রাফায়েল গেহেইরো ও এডারের গোলে সহজ জয় পায় ইউরোর শিরোপা প্রত্যাশী দলটি। আরেক ম্যাচে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার আগে দারুণ জয় পেয়েছে স্পেন। বিরতির আগে ১০ জনের দলে পরিণত হওয়া বসনিয়া-হার্জেগোভিনাকে সহজেই হারায় তারা। ম্যাচে সাত মিনিটের ব্যবধানে নোলিতোর জোড়া গোলে দারুণ শুরু করে স্পেন। দ্রুত ব্যবধান কমিয়ে বসনিয়া লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি দলটি। ম্যাচের শেষদিকে স্পেনের হয়ে আরেকটি গোল করেন পেড্রো।
×