ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হকি লীগে মেরিনারের ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৬:১৫, ৩১ মে ২০১৬

হকি লীগে মেরিনারের ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকি লীগে’ অন্যতম শিরোপা প্রত্যাশী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব তাদের পঞ্চম ম্যাচে জয় কুড়িয়ে নিয়েছে ঠিকই। কিন্তু এজন্য তাদের ঘাম ঝরাতে হয়েছে বিস্তর। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তারা কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ৪-৩ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ২-১ গোলে। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে ওয়ারী ক্লাব ২-০ গোলে হারায় এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধেই সবগুলো গোল করে। ৫ ম্যাচে এটা মেরিনারের তৃতীয় জয়। ১ হার ও ১ ড্রতে তাদের পয়েন্ট ১০। পক্ষান্তরে ৪ ম্যাচে সাধারণ বীমার এটা চতুর্থ হার। ‘সবেধন নীলমণি’ এক জয়ে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এর আগে মেরিনার বাংলাদেশ এসসিকে ৪-১ এবং এ্যাজাক্সকে একই ব্যবধানে হারায়। ৩-৩ গোলে ড্র করে আবাহনীর সঙ্গে। ঊষার কাছে হেরে যায় ১-৪ গোলে। ওয়ারীর ৫ ম্যাচে এটা দ্বিতীয় জয়। তাদের পয়েন্ট ৭। পক্ষান্তরে সমান ম্যাচে এ্যাজাক্সের এটা চতুর্থ হার। এখনও জয়হীন তারা। মাত্র ১ ড্রয়ের সুবাদে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। ওয়ারী এর আগে জেতে আজাদ এসসির বিরুদ্ধে ৩-০ গোলে। হারে আবাহনীর কাছে ৩-১০ এবং ঊষার কাছে ১-৪ গোলে। ২-২ গোলে ড্র করে সোনালী ব্যাংকের সঙ্গে। মেরিনার-বীমা ম্যাচে মেরিনারের সোহানুর রহমান সবুজ জোড়া গোল করেন। দুটো গোলই করেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে যথাক্রমে ১৭ এবং ২২ মিনিটে। তখন মেরিনার এগিয়ে ২-০ ব্যবধানে। পাঁচ মিনিট পরেই বীমার জিয়াউর রহমান পিসি থেকে একটি গোল পরিশোধ করেন (১-২)। ৪২ মিনিটে দর্শনীয় একটি ফিল্ড গোল করে মেরিনারকে আবারও ৩-১ গোলে এগিয়ে দেন জাতীয় দলে খেলা মাইনুল ইসলাম কৌশিক। এর ৮ মিনিট পরেই বীমার জিয়াউর রহমান পিসি থেকে আবারও গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-৩। ৫৫ মিনিটে আশরাফুল ইসলাম পিসি থেকে গোল করলে আবারও ৪-২ গোলে এগিয়ে যায় মেরিনার। ৬১ মিনিটে বীমার ফয়সাল একটি গোল করলে ৩-৪ গোলে আবারও ব্যবধান কমিয়ে আনে বীমা। ফলে ম্যাচটি দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আরেকটি গোল করে ড্র করার জন্য মেরিনারের ওপর প্রচ- চাপ সৃষ্টি করেও সফলকাম হতে পারেনি বীমা। তেমনি মেরিনারও আরেকটি গোল করে নিরাপদ ব্যবধান বৃদ্ধি করতে পারেনি। শেষ পর্যন্ত খেলা শেষ হলে ওই ব্যবধানেই ম্যাচ জিতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে গেরহার্ড পিটারের শিষ্যরা। ওয়ারী-এ্যাজাক্স ম্যাচের ১৫ ও ১৮ মিনিটে পিসি থেকে জোড়া গোল করেন ওবাইদ হাসান।
×