ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের কো.ফাইনালে রজার্স-মুগুরুজা

প্রকাশিত: ০৬:০৫, ৩১ মে ২০১৬

ফ্রেঞ্চ ওপেনের কো.ফাইনালে রজার্স-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন গারবিন মুগুরুজা এবং শেলি রজার্স। রবিবার চতুর্থ পর্বে রোঁলা গ্যাঁরোর সাবেক চ্যাম্পিয়ন সভেতলনা কুজনেতসোভাকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেন স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা। এদিন তিনি ৬-৩ এবং ৬-৪ সেটে সহজেই হারান রাশিয়ার ১৩তম বাছাই কুজনেতসোভাকে। সেইসঙ্গে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে আমেরিকার শেলি রজার্স একই ব্যবধানেই পরাজিত করেন রোমানিয়ার ২৫তম বাছাই ইরিনা বেগুকে। ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন সভেতলনা কুজনেতসোভা। এরপর আর কখনই রোঁলা গ্যাঁরোয় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এবার শেষ ষোলোতে উঠে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত থেমে গেলেন রাশিয়ান তারকা। রবিবার তাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন চতুর্থ বাছাই গারবিন মুগুরুজা। বর্তমানে টেনিস কোর্টে দারুণ সময় কাটছে এই স্প্যানিশ তারকার। তবে কুজনেতসোভার বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বলেই মন্তব্য করেছেন মুগুরুজা। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুব ভাল এক জয়। কেননা তার বিপক্ষে এর আগেও খেলেছি আমি। এই ম্যাচটা খুবই কঠিন ছিল। সে এখানকার সাবেক চ্যাম্পিয়ন। যে কারণে কিভাবে জিততে হয় সেটা তার ভালই জানা ছিল। তাছাড়া অভিজ্ঞতার দিক দিয়েও সে অনেক এগিয়ে। তাই তার বিপক্ষে ম্যাচটা স্বাভাবিকভাবেই কঠিন ছিল। তাই তার মতো একজনকে হারিয়ে আবারও কোয়ার্টার ফাইনালে উঠে আমি খুবই আনন্দিত।’ ২২ বছর বয়স মুগুরুজার। এখন পর্যন্ত কোন গ্র্যান্ডসøাম জয়ের স্মৃতি নেই তার। গত মৌসুমে উইম্বল্ডনের ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি। আর ফ্রেঞ্চ ওপেনের সর্বোচ্চ ফল কোয়ার্টার ফাইনাল। ২০১৪ সালে প্রথমবারের মতো রোঁলা গ্যাঁরোর শেষ আটে জায়গা করে নেয়া এই স্প্যানিশ তারকা মারিয়া শারাপোভার কাছে হার মানেন। গত মৌসুমে শেষ আটের লড়াই থেকে তাকে ছিটকে দেন চেকপ্রজাতন্ত্রের লুসি সাফারোভা। কোয়ার্টার ফাইনালে এবার মুগুরুজার প্রতিপক্ষ শেলি রজার্স। যিনি ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন রোমানিয়ার ইরিনা বেগুকে। এবার কি পারবেন শেষ আটের গেরো ছিঁড়তে? নাকি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিবেন ২২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। তবে আগের দুই মৌসুমের দুঃস্মৃতি এবার নিশ্চই মনে রাখতে চাইবেন না মগুরুজা। কোয়ার্টার ফাইনালে উঠেই তিনি বলেন, ‘আমি মনে করি প্রতিটি টুর্নামেন্টই ভিন্ন। এসব নিয়ে প্রকৃতপক্ষে আমি কোন তুলনায় যেতে চাই না। বরং আবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পেরেই আমি খুব আনন্দিত। এর আগে আমি এখানেই থেমে গেছি। এবারও এখানে আসতে পারার মানে আমি নিশ্চই অতীত থেকে শিক্ষা নিয়েই এসেছি। এখানে অতীতে যা হয়েছে সে সবই আমি ভুলে গেছি।’ গারবিন মুগুরুজা আর শেলি রজার্সের ম্যাচের ফলাফল আসলেও এদিন পরিত্যক্ত করা হয় বাকি দুটি ম্যাচ। মূলত প্রচ- বৃষ্টির কারণেই শেষ হয়নি ম্যাচগুলো। দ্বিতীয় বাছাই পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-২ এবং ৩-০ ব্যবধানে বুলগেরিয়ার সভেতনা পিরনকোভার বিপক্ষে এগিয়ে থাকার পর বৃষ্টির কারণে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
×