ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম টেস্টটিউব পেঙ্গুইন ছানা

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ মে ২০১৬

বিশ্বের প্রথম টেস্টটিউব পেঙ্গুইন ছানা

টেস্টটিউব পদ্ধতি ব্যবহার করে বিশ্বে মানুষের বংশবৃদ্ধির সংবাদ অনেক পুরনো হয়ে গেছে। তবে টেস্টটিউবের সাহায্যে সম্প্রতি জন্ম হয়েছে এক পেঙ্গুইন ছানার। নিঃসন্দেহে এটা নতুন খবর। কারণ এমন ঘটনা বিশ্বে ঘটল এই প্রথমবার। মূলত সংরক্ষণ করে রাখা ডিম্বাণু থেকে এই পেঙ্গুইন ছানার জন্ম হয়েছে ক্যালিফোর্নিয়ার এক নার্সারিতে। ১২ সপ্তাহ বয়স হওয়া এই ছানাটির নাম এখনও ঠিক করা হয়নি। আপাতত তাকে ডাকা হচ্ছে ‘১৮৪’ নামে। ছানাটিকে দেখতে এখন উৎসাহীরা ভিড় জমাচ্ছেন পেঙ্গুইন এনকাউন্টার নার্সারিতে। গবেষকদের প্রত্যাশা, যেভাবে টেস্টটিউবের মাধ্যমে এই পেঙ্গুইনের জন্ম হয়েছে, তাতে আগামীতে গবেষণা আরও সমৃদ্ধশালী হবে। এমন গবেষণাকে সাধুবাদ জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরাও। তাদের মতে, বহুদিন থেকে জিনকে নিয়ন্ত্রণ করে কৃত্রিম প্রজননকে আরও সমৃদ্ধ করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন। -ইয়াহুনিউজ
×