ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;সাক্ষী আজিজ সিকদারের জবানবন্দী

সোলায়মান ও ইদ্রিসের নেতৃত্বে রাজাকাররা চন্দ্রমোহনকে হত্যা করে

প্রকাশিত: ০৫:৫০, ৩১ মে ২০১৬

সোলায়মান ও ইদ্রিসের নেতৃত্বে রাজাকাররা চন্দ্রমোহনকে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের দুই রাজাকার সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে প্রথম সাক্ষী আব্দুল আজিজ সিকদারের জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা পরবর্তী সাক্ষীর জন্য ৮ জুন দিন নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক ছয়জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি। হাজির না হওয়ায় পরবর্তী আদেশের জন্য ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাকের জবানবন্দীর জন্য ২ জুন দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। শরীয়তপুরের দুই রাজাকার সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে প্রথম সাক্ষী আব্দুল আজিজ সিকদারকে জেরা শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। পরবর্তী সাক্ষীর জন্য ৮ জুন দিন নির্ধারণ করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম প্রসিকিউশনের সাক্ষীকে অসমাপ্ত জেরা করেন। সাক্ষী তার জবানবন্দীতে বলেছেন আসামিদ্বয়ের নেতৃত্বে রাজাকাররা হিন্দু পুরোহিত চন্দ্র মোহন চক্রবর্তীকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে নারীদের ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে ধর্ষণ করে। সাক্ষীকে জবানবন্দীতে সহায়তা প্রদান করেন প্রসিকিউটর হৃষিকেশ সাহা। আর জেরা করেন এ্যাডভোকেট গাজী এম এইচ তামিম। যশোরের ৯ রাজাকার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের তদন্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাকের জবানবন্দীর জন্য ২ জুন দিন নির্ধারণ করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী অসুস্থ থাকার কারণে সময়ের আবেদনে এ দিন নির্ধারণ করা হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউটশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম, প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। গাইবান্ধার ৬ রাজাকার ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক ছয়জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি। হাজির না হওয়ায় পরবর্তী আদেশের জন্য ১৬ জুন দিন নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন, সৈয়দ সাইয়েদুল হক সুমন। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগ আনা হয়েছে। এ মামলার অন্য ৬ আসামি হলেন, আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ, মোঃ রুহুল আমিন ওরফে মঞ্জু, মোঃ আবদুল লতিফ, আবু মুসলেম মোঃ আলী, মোঃ নাজমূল হুদা ও মোঃ আব্দুর রহিম মিয়া। এই ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৩(১), ৪(১) ও ৪(২) ধারা অনুসারে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, ১৩ জন ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ১৫ জনকে হত্যা-গণহত্যা ও তাদের মরদেহ গুম, ৩ জনকে আটক ও অপহরণ করে নির্যাতন এবং তাদের বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ।
×