ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে তিন মাছচাষীসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:৪৩, ৩১ মে ২০১৬

বজ্রপাতে তিন মাছচাষীসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে তিন মাছচাষীসহ সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জে তিন মাছচাষী, শ্রীপুরে এক কৃষক, ঝিনাইদহে দুজন এবং টাঙ্গাইলের বাসাইলে এক সিএনজি চালক রয়েছেন। সোমবার বজ্রপাতে তারা নিহত হন। খবর নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম ফারুক মাস্টার ও স্থানীয়রা জানান, কাপাইস গ্রামের কৈদ্যার বিলের একটি মাছের খামার করে মাছের চাষ করতেন মুকুন্দ চন্দ্র দাস, সুধন দাস ও নীরদ চন্দ্র দাস। সোমবার দুপুরে তারা খামারে মাছের খাবার দিতে যান। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তারা পাহারা দেয়ার জন্য ওই খামারে টিনের তৈরি একটি ছাপড়া ঘরে অবস্থান নেন। হঠাৎ বিকট শব্দে ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই তিন জেলে নিহত হন। মাছের খামারটি বিলের মাঝে হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি কেউ। বিকেল পর্যন্ত তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখঁজি শুরু করে। একপর্যায়ে ওই ঘরে তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল পাঁচটার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ বজ্রপাতে তিন মাছচাষী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিকেলে শ্রীপুরের বৈরাগীরচালা গ্রামে বজ্রপাতে ইন্নছ আলী (৫৯) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি বৈরাগীরচালা গ্রামের মৃত জহুর আলীর পুত্র। বিকেলে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি নিহত হন। ঝিনাইদহে দুজনের মৃত্যু ॥ নিজস্ব সংবাদদাতা জানান, মহেশপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন মহেশপুরের নলপাতুয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী রায়না খাতুন (৩৫) ও নস্তি-দাসপাড়ার অরবিন্দ কুমারের ছেলে প্রশান্ত কুমার (১২)। এছাড়া ময়না খাতুন (৫৫), শান্তনা খাতুন (১০) ও নাজিম উদ্দিন (১০) নামে আরও তিনজন আহত হয়। জানা যায়, সোমবার বিকেলে বৃষ্টি শুরু হলে প্রশান্ত কুমার মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আর রায়না খাতুন বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান এবং তার শাশুড়ি ময়না বেগম ও শিশু শান্তনা খাতুন আহত হয়। এছাড়া নস্তি-দাসপাড়া গ্রামের শিশু নাজিম উদ্দিন আহত হয়। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলে সিএনজি চালক নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জানান, টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে সিএনজিচালিত অটোরিক্সার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম (৩০) কাউলজানী চরপাড়া এলাকার বছির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সিএনজি চালক রবিউল ইসলাম নবনির্বাচিত কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরীর বিজয় মিছিলে ছিলেন। মিছিলটি কাউলজানী চরপাড়া এলাকায় পৌঁছালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরই একপর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক রবিউল ঘটনাস্থলেই নিহত হন।
×