ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়দেবপুরে পত্রিকা সরবরাহে বাধা, চাঁদা দাবি

প্রকাশিত: ০৪:৩১, ৩১ মে ২০১৬

জয়দেবপুরে পত্রিকা সরবরাহে বাধা, চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র হকার মনিরকে পত্রিকা সরবরাহ করতে বাধা দেয়ার অভিযোগ করেছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সোমবার সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির আশকোনা কেন্দ্রের হকার মনির ও তার কর্মচারীরা জয়দেবপুর থানার ভীম বাজার, বাংলা বাজার, মাষ্টারবাড়ী, ভাওনাপাড়া, ঝাউতলা, কাউটিয়াসহ আশপাশের এলাকায় প্রায় ৩০ বছর যাবৎ পাঠকদের কাছে জাতীয় পত্রিকা সরবরাহ করে আসছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে এরশাদুল নামে এক সন্ত্রাসী ও তার সহযোগীরা হকার মনির ও তার কর্মচারীদের পত্রিকা সরবরাহ করতে বাধা সৃষ্টি করে চাঁদা দাবি করছে। তাদের নিয়মিত চাঁদা না দিলে পত্রিকা বিক্রি করতে দেবে না বলেও হুমকি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। এর ফলে হকার মনির ও তার কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি। ১২ পাসপোর্ট দালাল গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস থেকে ১২ দালালকে গ্রেফতার করে তাৎক্ষণিক কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মোঃ সোহাগ হোসেন, মোঃ শাওন হোসেন, মোঃ নাঈম হোসেনকে ১০ দিনের, মোঃ নজরুল ইসলাম সুমন, মোঃ ইয়াদ আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ নবির মিয়া ওরফে হারুন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ খোরশেদ আলমকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই অভিযোগে মোঃ কবির হোসেন ও মোঃ হোসেন আলীকে ২ মাসের কারাদণ্ড ও মোঃ হেলাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব জানায়, আসামিরা নিজেদের দালাল মর্মে স্বীকারোক্তি দিয়েছে। তাই তাদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ জনকে অর্থদণ্ড প্রদান করে আদালত। স্বাস্থ্য ঝুঁকি ক্রমাগত নগরায়ণের ফলে সারাদেশে গবাদিপশুর চারণভূমি দ্রুত হ্রাস পাচ্ছে। এতে করে গবাদিপশুর বিচরণ ক্ষেত্র যেমন সীমিত হয়ে পড়ছে, তেমনি গবাদিপশুর বেড়ে ওঠায়ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। শহরাঞ্চলে গবাদিপশুর বিচরণ ক্ষেত্র না থাকায় তারা ময়লা-আবর্জনা খেয়ে স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। রাজধানীর মিরপুর এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। রেশমী চুড়ি- বাঙালী নারীর সৌন্দর্য চর্চার একটি প্রধান উপকরণ হচ্ছে কাঁচের রেশমী চুড়ি। লাল নীল সবুজÑ হরেক রকমের হরেক রঙের চুড়িগুলোর প্রতি প্রায় প্রতিটি বাঙালী নারীরই রয়েছে আকর্ষণ। কোন পালা-পার্বণের সুযোগ আসলে হাত ভরে চুড়ি পরে তারা। রাজধানীর শাহবাগে ঢাবি চারুকলা ইনস্টিটিউটের সামনে এক তরুণীকে নীল রঙের রেশমী চুড়ি কেনার সময় ছবিটি ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×