ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনাপ্রধানের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৪:৩০, ৩১ মে ২০১৬

সেনাপ্রধানের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান রবিবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। প্রতিনিধি দলটি ২৮ মে বাংলাদেশে আগমন করে এবং ৩০ মে ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলটি তিনদিনের সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করে। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। -আইএসপিআর মন্ত্রীদের রসমালাই খাওয়ালেন রেলমন্ত্রী বিশেষ প্রতিনিধি ॥ বাবা হওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যদের কুমিল্লার রসমালাই ও সন্দেশ খাইয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নিজ জেলা কুমিল্লার এতিহ্যবাহী এই মিস্টি নিয়ে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা গর্বিত পিতা হওয়ায় তাকে অভিনন্দন জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, আপ্যায়নের ফাঁকে প্রধানমন্ত্রী রেলমন্ত্রীর কাছে মেয়ের নামের বিষয়ে জানতে চান। জবাবে রেলমন্ত্রী বলেন, সেটা আপনার জন্য রেখে দিয়েছি। নাম রাখার অধিকার যে বাবা-মায়ের সেটি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, না, না, এটা মা-বাবার হক। আপনারাই রেখে ফেলেন। এদিকে রেলমন্ত্রীর কন্যা সন্তান নিয়ে মন্ত্রিসভা বৈঠকে স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিয়ের এক বছর সাত মাসের মাথায় শনিবার কন্যা সন্তানের বাবা-মা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক এবং তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা।
×