ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভার্সিটি ছাত্রের আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু

প্রকাশিত: ০৪:২৯, ৩১ মে ২০১৬

রাজধানীতে ভার্সিটি ছাত্রের আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেমে ব্যর্থ হয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছে। কাওরানবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। এদিকে ভাষানটেকে প্রায় অর্ধকোটি টাকার কোকেনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। অন্যদিকে রাজধানীতে ছয় ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে মিরাজ চৌধুরী শাকিল (২০) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ধানম-ি এলাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাবার নাম আরিফ চৌধুরী। যাত্রাবাড়ী কাজলা নয়এলাকায় সপরিবারের থাকতো সে। নিহতের বাবা আরিফ চৌধুরী জানান, যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর এলাকার তিনতলা ভবনে দ্বিতীয় তলায় বসবাস করেন তিনি। সোমবার বেলা সাড়ে ১১টায় ছেলে শাকিল ওই বাড়ির নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। তিনি জানান, প্রাইভেট ইউনিভার্সিটিতে শাকিলের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে সে মানসিক ভাবে ভেঙে পড়ে। এতে সে অভিমান করে আত্মহত্যা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুর ১২টার দিকে মিরাজ নামে ওই যুবককে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার বাবা আরিফ চৌধুরী। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু ॥ রাজধানীর কাওরান বাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (২৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম কাওছার মিয়া। তিনি কাঁঠালবাগান এলাকায় থাকতেন। মৃতের সহকর্মী আবদুল মান্নান জানান, কাওরান বাজারে আব্দুল আজিজ ওয়ার্কশপে সবুজ মিয়া ওয়েল্ডিংয়ের কাজ করেন। তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সবুজ মিয়া কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মোজাম্মেল হক জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। অর্ধকোটি টাকার কোকেনসহ যুবক গ্রেফতার ॥ রাজধানীর ভাষানটেক এলাকায় কোকেন, হেরোইন ও অস্ত্রসহ আলতাফ হোসেন নামে এক যুবককে গ্রেফতারের পর ছয় দিনের রিমা-ে নিয়েছে পুলিশ। ভাষানটেক থানার ওসি নজরুল ইসলাম জানান, রবিবার ভোরের দিকে ভাষানটেক ৪ নম্বর বস্তি রাবিশের মোড় এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২২টি ককটেল, ৭০০ পুরিয়া হেরোইন এবং তিন শ গ্রাম কোকেন পাওয়া যায়। ওসি জানান, সোমবার সকালে আলতাফের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়েছে। পরে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সোমবার সকাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত আলতাফ পুলিশকে জানায়, উদ্ধারকৃত কোকেনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা। এই কোকেনগুলো রাজধানীর বিভিন্ন স্পটে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। ওসি নজরুল ইসলাম জানান, মিরপুর এলাকার বাসিন্দা আলতাফ নিজেকে ‘জাসদ নেতা’ বলে দাবি করলেও এর সত্যতা মেলেনি। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ২০টি মামলা রয়েছে। ৬ ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর শেরেবাংলা নগর ও বনানী এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। লিটন, রূপক হোসেন, রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক। এ সময় তাদের কাছ থেকে ধারালো অত্যাধুনিক ছুরি, চাকু, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানান, রবিবার গভীররাতে শেরেবাংলা নগর থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে লিটন ও রূপক নামে দুই ছিনতাইকারীকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২টি ককটেল উদ্ধার করা হয়। এদিকে একই সময় বনানী নগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম আর্মি স্টেডিয়ামের নিউ এয়ারপোর্ট রোডে অভিযান চালিয়ে রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক নামে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ।
×