ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৃত্যে প্রিয়ন্তীর সাফল্য

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ মে ২০১৬

নৃত্যে প্রিয়ন্তীর সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ প্রতিভা থাকলে তা বিকশিত হবেই। সেটা যে কোন পরিবেশেই হোক না কেন। আমাদের দেশের আনাচে কানাচে অনেক সাংস্কৃতিক প্রতিভা ছড়িয়ে আছে। তাদের মূল্যায়ন করা হলে একদিন তারার দেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে। খোদ রাজধানী ঢাকার এমনি একজন সাংস্কৃতিক প্রতিভা প্রিয়ন্তি রাণী দে। লক্ষ্মী বাজারের সেন্টাল গার্লস হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রিয়ন্তী লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা এবং নৃত্যচর্চার সমান তালে চালিয়ে যাচ্ছে। আর এ বিষয়ে তাকে প্রতিনিয়ত উৎসাহ দেয় বাবা পল্লব কান্তি দে ও মা শম্পা রাণী। প্রিয়ন্তী স্বনামধন্য যাত্রাশিল্পী মিলন কান্তি দে’র নাতনি। নৃত্যচর্চার ধারাবাহিকতায় সম্প্রতি একটি সাফল্য অর্জন করেছে প্রিয়ন্তি। বুলবুল ললিতকলা একাডেমির আন্তঃসঙ্গীত-নৃত্য প্রতিযোগিতায় শিশু বিভাগে ৪০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছে প্রিয়ন্তি। প্রতিযোগিতায় প্রথম বর্ষে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে প্রথম হয় ৩ জন। আর এই ৩ জনের মধ্যে সেরা নির্বাচিত হয়ে পুরস্কার পায় প্রিয়ন্তী। গত শুক্রবার এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক জুরি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন চিত্রতারকা অঞ্জনা। প্রিয়ন্তির এ সাফল্যে তাকে আশীর্বাদ করে বলেন, ‘নাচ শিখতে থাক। তুমি অনেক বড় শিল্পী হবে’। প্রিয়ন্তী তার এ সাফল্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বাফার শিক্ষক নাসরিন আক্তার মিশুর কাছে। যার কাছে নিয়মিত নাচ শিখছে প্রিয়ন্তি। এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে প্রিয়ন্তি। এছাড়া গত ১ বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালরে মূল চত্বরের বুলবুল একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রশংসিত হয়।
×