ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা

নিহত ট্যাক্সিচালকের ভাইয়ের থানায় এজাহার, তদন্ত দাবি

প্রকাশিত: ০৩:৫০, ৩১ মে ২০১৬

নিহত ট্যাক্সিচালকের ভাইয়ের থানায় এজাহার, তদন্ত দাবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ মে মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুরের সঙ্গে যে ট্যাক্সিচালক নিহত হয়েছেন তার ভাই রবিবার ড্রোন হামলার জন্য অংশত আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে থানায় একটি এজাহার দিয়েছেন। ট্যাক্সি চালকের ভাই মোহাম্মদ কাসেম তার ভাইয়ের নিহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করেছেন এই এজাহারে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। মনসুর ঐ চালকের ট্যাক্সিতে করে পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকা থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা যাচ্ছিলেন। ট্যাক্সি নোশকি জেলার কোশকি এলাকা দিয়ে যাওয়ার সময় মার্কিন ড্রোন হামলার কবলে পড়ে এবং মোল্লা মনসুর ও চালক দুজনই নিহত হন। এজাহারে কোন আমেরিকান কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। ফালুজায় ঢুকেছে ইরাকী বিশেষ বাহিনী ইরাকী বাহিনীর এলিট ফোর্স সোমবার ফালুজা শহরে ঢুকে পড়েছে। এ শহর থেকে জঙ্গী গ্রুপ আইএস হটাতে ইরাকী বাহিনী এক সপ্তাহ আগে শহরটি অভিমুখে অভিযান শুরু করে। রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে ফোরত নদীর তীরে অবস্থিত শহরটি ২০১৪ সালের জানুয়ারি থেকে আইএসের দখলে রয়েছে। খবর এএফপির ফালুজা শহরটি আইএসের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইরাকে সেনাবাহিনীর এলিট ফোর্স কাউন্টার টেরোরিজম সার্ভিস (সিটিএস) সোমবার ভোরে তিন দিক থেকে শহরের ভেতর ঢুকে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর বিমানবহর এ অভিযানে ইরাকী বাহিনীকে সহযোগিতা করে। সপ্তাহব্যাপী লড়াই এখন সবচেয়ে কঠিন পর্যায়ে প্রবেশ করল বলে ধারণা করা হচ্ছে। শহরটি পুনঃদখলে নেয়া হবে বলে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন।
×