ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর ঘোষণা

প্রকাশিত: ০০:০৮, ৩০ মে ২০১৬

দুই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ব্যাংক দুটি হলো: এবি ব্যাংক ও ওয়ান ব্যাংক। এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এবি ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানের মূলধন ২৯৮ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। উল্লেখ্য, এবি ইনভেস্টমেন্টের ৯৯ দশমিক ৯৯ ভাগ মালিকানা রয়েছে এবি ব্যাংকের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই মূলধন বাড়াবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওয়ান ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানের মূলধন ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। ওয়ান সিকিউরিটিজের ব্যবসা সম্প্রসারণের জন্য এই মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। উল্লেখ্য, ওয়ান সিকিউরিটিজের ৯৯ ভাগ মালিকানা রয়েছে ওয়ান ব্যাংকের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই মূলধন বাড়াবে প্রতিষ্ঠানটি।
×