ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ১৯:০১, ৩০ মে ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট॥ চরম দুর্ভোগ

অনলাইন রিপোর্টার॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকে শুরু হওয়া এ যানজটের কবলে পড়েছে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের কিছু অংশে ফোর লেনের কাজ চলছে। তাই সড়কের এক লাইনে গাড়ির চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্সও মহাসড়কে আটকে থাকতে দেখা গেছে। কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী মো. জালাল উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটার দিকে তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে মাধাইয়া বাজারে পৌঁছেন সাড়ে তিন ঘণ্টায়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। দুপুরের মধ্যেই এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
×