ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ণবাদের অভিযোগে সরাতে হলো বিজ্ঞাপন

প্রকাশিত: ১৯:০০, ৩০ মে ২০১৬

বর্ণবাদের অভিযোগে সরাতে হলো বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক॥ বর্ণবাদের অভিযোগ উঠায় চীনা একটি ডিটারজেন্ট কোম্পানি তাদের বিজ্ঞাপন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। অস্ট্রেলিয়ার এবিসি নিউজের খবরে বলা হয়, সাংঘাই লিসাং কসমেটিক্স কোম্পানির বিজ্ঞাপনটিতে একজন কৃষ্ণাঙ্গ যুবককে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকানো হয়।কিছুক্ষণ পর সাদা চামড়ার যুবক হিসাবে তাকে ওই মেশিন থেকে বের করা হয়। একটি মার্কিন ওয়েবসাইটে প্রথম বিজ্ঞাপনটি দেওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রে নিন্দার ঝড় উঠে।গত তিন দিনেই বিজ্ঞাপনটি ইউটিউবে প্রায় ৮০ লাখ বার দেখা হয়েছে। অভিযোগ উঠে, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের কালো মানুষকে এ বিজ্ঞাপনের মাধ্যমে হেয় করা হয়েছে। এর মাধ্যমে বর্ণবাদী আচরণ প্রকাশ পেয়েছে। এ ধরনের প্রতিক্রিয়ার পর কোম্পানি ভুল স্বীকার করে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, আফ্রিকার মানুষকে হেয় করে করে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং গণমাধ্যমে যেটি প্রচার করা হয়েছে, আমরা সেটির জন্য দু:খ প্রকাশ করছি। সেখান বলা হয়, এই বিজ্ঞাপনটির কারণে যে বিতর্কে জন্ম দিয়েছে সেটির জন্য আমরা ক্ষমা চাইছি। বিজ্ঞাপনটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
×