ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৬

শুরু ওয়ালটন জাতীয় তায়কোয়ানদো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল রবিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুরু হয়েছে অস্টম জাতীয় তায়কোয়ানদো প্রতিযোগিতা। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়া দূতাবাসের চীফ অব মিশন হান সন আইকে। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মোহাম্মদ মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো ফেডারেশনের মহাসচিব মোঃ সোয়ালমান শিকদার। উদ্বোধনী দিনে মহিলা শিশু শ্রেণীতে (৭-১২) বছর বয়স প্রথম স্থান অর্জন করেন আয়শা চৌধুরী (আদর)। দ্বিতীয় স্থান অর্জন করেন নুসরাত জাহান অথৈ এবং তৃতীয় হন রাইদা নায়ার।
×