ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডারহামেও ফলোঅনে লঙ্কানরা

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৬

ডারহামেও ফলোঅনে লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই কোণঠাসা শ্রীলঙ্কা। হেডিংলির মতো ডারহামেও ফলোঅনে পড়ে লড়ছে সফরকারীরা। লড়াইটা মূলত ইনিংস হার এড়ানোর, কারণ বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এ্যাঞ্জেলো ম্যাথুসদের জন্য এই ম্যাচে হার এড়ানো অসম্ভব! মঈন আলির ম্যারাথন সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৪৯৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ১০১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে লঙ্কানরা। রবিবার তৃতীয় দিনে এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬২। ইনিংস হার এড়াতে চাই আরও ২৩৫। কুশল সিলভা ৫৭ ও অধিনায়ক ম্যাথুস ৩৫ রান নিয়ে ব্যাট করছিলেন। প্রথম টেস্টে ইনিংস ও ৮৮ রানের বড় হারে তিন ম্যাচের সিরজে ১-০তে পিছিয়ে শ্রীলঙ্কা। বড় স্কোরের জবাব দিতে নেমে এই টেস্টেও ইংলিশ পেসারদের তোপের মুখে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ৪৩.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় সফরকারীরা। কুশল মেন্ডিজ সর্বোচ্চ ৩৫, লাহিরু থিরিমান্নে ১৯ রান করে। এছাড়া দু’অঙ্কের দেখা পেয়েছেন কুশল সিলভা (১৩) ও রঙ্গনা হেরাথ (১২)। স্টুয়ার্ট ব্রড ৪, অপর দুই পেসার জেমস এ্যান্ডারসন ও ক্রিস ওকস নিয়েছেন ৩টি করে উইকেট। মূলত ৯১ রান তুলতে ৮ উইকেট হারিয়ে শনিবার দ্বিতীয় দিনেই ফলোঅনের রাস্তা তৈরি করে ফেলে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই দিমুথ করুনারতেœকে বোল্ড করেন এ্যান্ডারসন। বেশিক্ষণ টিকতে পারেননি অপর ওপেনার কুশল সিলভাও। ১৩ রান করে ব্রডের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসবন্দী হন তিনি। কুশল মেন্ডিজের দৃঢ়তায় এক সময়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ২ উইকেটে ৫৩ রান। এরপর ১৪ রান যোগ করতেই দিনেশ চান্দিমাল (৪), ম্যাথুস, মেন্ডিজ (৩৫) ও মিলিন্দা শ্রীবর্ধনে (০) ফিরে গেলে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। হেরাথের সঙ্গে থিরিমান্নের ১৬.২ ওভারের জুটি লঙ্কানদের দ্বিতীয় দিনেই অলআউট হওয়ার হাত থেকে রক্ষা করে! হতাশার মাঝে সফরকারীদের প্রাপ্তি রঙ্গনা হেরাথের ৩শ’ উইকেটের ল্যান্ডমার্কে পা রাখা। শ্রীলঙ্কার মাত্র তৃতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন হেরাথ। ৮০০ উইকেট নিয়ে সবার অনেকটা ওপরে থেকে টেস্ট ইতিহাসের চূড়ায় মুত্তিয়া মুরলিধরন। ৩৫৫ উইকেট চামিন্দা ভাসের। ইতিহাসে হেরাথের আগে ৩শ’ ক্লাবের একমাত্র বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২)। আর ইংল্যান্ডের ইনিংসটা মঈনের কীর্তিতে ভাস্বর। সাত নম্বরে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পথে ২০৭ বলে ১৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন পাকিস্তানী বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার। ইংল্যান্ডের মাটিতে সাত নম্বরে ব্যক্তিগত চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংসটি এটি। ১৭৫, ১৬৯ ও ১৬৪ রান নিয়ে শীর্ষে যথাক্রমে শ্রী রঞ্জিত সিংজি (১৮৯৭), জো হার্ডস্টাফ জুনিয়র (১৯৩৮) ও ডেরেক রেন্ডেল (১৯৮৪)।
×