ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহামেডান-আবাহনী লড়াই অমীমাংসিত

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মে ২০১৬

মোহামেডান-আবাহনী লড়াই অমীমাংসিত

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার গ্রীন ডেল্টা হকি লীগে অন্য কোন ম্যাচ ছিল না। কারণ দুই ঐতিহ্যবাহী ও চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের খেলা। যে কোন ক্রীড়ায় এ দু’দলের খেলা মানেই বাড়তি উন্মাদনা এবং উত্তেজনা। সেই উত্তেজনার রেশটা দেখা গেছে ম্যাচেও। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। যদিও আবাহনী প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দারুণ উত্তেজনাও ছিল। ম্যাচ আম্পায়ারের সঙ্গে ঝামেলা বেধে যায় সিদ্ধান্ত নিয়ে। যদিও সেটা বেশিদূর গড়ায়নি। খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে উভয় দল। তবে শুরুতেই সাফল্য পেয়ে যায় মোহামেডান। সাদাকালো জার্সিধারী তাসভার আব্বাস পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। কিন্তু বেশিক্ষণ সেই সাফল্য ধরে রাখতে পারেনি মোহামেডান। ১৩ মিনিটের সময় ৫ নম্বর জার্সিধারী তৌশিক আরশাদ পেনাল্টি কর্নার থেকেই গোল করে সমতা ফেরান। এরপর উভয় দলই চেষ্টা করে গেছে গোলের। কিন্তু সাফল্য আসেনি। প্রথমার্ধের প্রায় শেষদিকে কাক্সিক্ষত গোলটির দেখা পেয়ে যায় আবাহনী। ২৮ মিনিটের সময় শাফকাত রাসুল ফিল্ড গোল করে আবাহনীকে এগিয়ে দেন (২-১)। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে সাদা-কালো শিবির। আবাহনী অনেকটাই রক্ষণাত্মক থেকে নিজেদের বিপদ থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু মোহামেডানের সাঁড়াশি আক্রমণের কাছে ভেঙ্গে পড়ে আবাহনীর সেই প্রতিরোধ। ৪৮ মিনিটের সময় পেনাল্টি কর্নার থেকে অবশেষে স্বস্তির গোল পেয়ে যায় মোহামেডান। নিজের দ্বিতীয় গোল করেন তাসভার। সমতায় ফেরে মোহামেডান (২-২)। এরপরও আক্রমণ থেমে থাকেনি মোহামেডানের। অনেকটাই যেন কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। ৬৭ মিনিটের সময় আরেকটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল মোহামেডান। খেলা শেষ হওয়ার শেষ মুহূর্তে পাওয়া এমন সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রতেই শেষ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ম্যাচে পাওয়া ৬টি পেনাল্টি কর্নার থেকে মোহামেডান দুটি আর ৩টি পেনাল্টি কর্নার পাওয়া আবাহনী একটি গোল করে।
×