ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে সেরেনা

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ মে ২০১৬

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। রোঁলা গ্যাঁরোয় এবারও দুর্দান্ত খেলছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। শনিবার বৃষ্টি বিঘিœত তৃতীয় পর্বেও দারুণ জয় পেয়েছেন তিনি। ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস ছাড়াও তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন তারই বড় বোন ভেনাস উইলিয়ামস, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো, কিটি বার্টেন্স, মেডিসন কেইস এবং সুইজারল্যান্ডের অষ্টম বাছাই টিমিয়া বাসিনস্কি। ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই সেরেনা। আর ২৬তম বাছাই হিসেবে রোঁলা গ্যাঁরোয় খেলতে নামেন ক্রিস্টিনা মাদেনোভিচ। স্বাগতিক এই েেটনিস খেলোয়াড়ের বিপক্ষে প্রথম সেটে ৬-৪ গেমে জিতে নেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। কিন্তু দ্বিতীয় সেটেই যেন ঘুরে দাঁড়ান মাদেনোভিচ। যে কারণে দ্বিতীয় সেট টাইব্রেকে গড়ায়। কিন্তু প্রচ- বৃষ্টির কারণে সেই সময় ম্যাচ বন্ধ করতে বাধ্য হন রেফারি। প্রায় আড়াই ঘণ্টা পরে পুনরায় ম্যাচ শুরু হলে শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়নের সামনে ম্যাচ শেষ করতে পাঁচ পয়েন্ট বাকি ছিল। শেষ পর্যন্ত ৭-৬ (১২/১০) গেমে জয়ী হয়ে টুর্নামেন্টের শেষ ১৬ নিশ্চিত করেন সেরেনা উইলিয়ামস। ম্যাচ শেষে খারাপ আবহাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সেরেনা উইলিয়ামস বলেন, ‘এই ধরনের পরিস্থিতি সব সময়ই কঠিন। কিন্তু এটাও খেলারই একটি অংশ। তাই এমন পরিস্থিতির জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে।’ এছাড়া নিজের পারফর্মেন্স সম্পর্কে সেরেনার অভিমত, ‘আমি মনে করি আজ অনেকগুলো ভুল করেছি। কিন্তু আবার এটাও মনে করছি সেই আমাকে ভুল করতে বাধ্য করেছে।’ গত দুই মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন মাদেনোভিচ। এবারও দুর্দান্ত শুরু করে তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য এই ফরাসী তারকার। এবার তৃতীয় রাউন্ডেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনার মুখোমুখি হতে হয় তাকে। তবে সেরেনার বিপক্ষে খেলে হেরে গিয়েও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন মাদেনোভিচ। এ বিষয়ে ২৬তম বাছাই নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি। আমার জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা। তার বিপক্ষে খেলার স্বপ্ন দীর্ঘদিন ধরেই দেখতাম আমি। তার খেলা দেখেই তো আমি বড় হয়েছি। এবার তার বিপক্ষেই খেললাম। প্রকৃতপক্ষেই এটা দারুণ এক অভিজ্ঞতা।’ গত মৌসুমটা অসাধারণ কেটেছে সেরেনার। চার মেজর টুর্নামেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। কিন্তু ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে ছিটকে পড়েন আমেরিকান টেনিসের এই কৃঞ্চকলি। এরপর চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও হেরে যান তিনি। তাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। যে কারণে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøাম জয়ী স্টেফি গ্রাফের রেকর্ডকে স্পর্শ করাটা আর হয়ে উঠেনি তার। তবে এই ফ্রেঞ্চ ওপেনেই দারুণ সুযোগ ৩৪ বছর বয়সী সেরেনা উইলিয়ামসের। যেখানে তার জন্য অপেক্ষায় আছেন ইউক্রেনের ১৮তম বাছাই এলিনা ভিতোলিনা। সাবেক চ্যাম্পিয়ন আনা ইভানোভিচকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। সেরেনা ছাড়া শনিবার তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন ভেনাস উইলিয়ামস ও কার্লা সুয়ারেজ নাভারো। টুর্নামেন্টের ১২তম বাছাই নাভারো ৬-৪, ৩-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভাকে। ২২তম বাছাই ডোমিনিকা অসাধারণ পারফর্ম করে টেনিসপ্রেমীদের নজর কুড়িয়ে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে নিজেকে হারিয়ে খুঁজছেন এই সেøাভাকিয়ান। এদিকে টুর্নামেন্টের ৯ম বাছাই ভেনাস উইলিয়ামস ৭-৬ (৭/৫), ১-৬ এবং ৬-০ সেটে পরাজিত করেন ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে।
×