ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

আতিফ আসলামের গানে গানে উচ্ছ্বসিত শ্রোতা

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ মে ২০১৬

আতিফ আসলামের গানে গানে উচ্ছ্বসিত শ্রোতা

মনোয়ার হোসেন ॥ কৃত্রিমতা নয় সহজাত কণ্ঠের এক গায়ক আতিফ আসলাম। স্বপ্রতিভ গায়কী ভঙ্গিমায় পাকিস্তানী এই পপ গায়ক জায়গা করে নিয়েছেন বলিউডে। উন্মুক্ত আকাশ সংস্কৃতির সুবাদে এদেশের শ্রোতাদের মাঝেও রয়েছে তাঁর বিশেষ পরিচিত। রবিবার সেসব গানপ্রেমীর অনেকেই সরাসরি আতিফের গান শোনার সুযোগ পেলেন। সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন নবরাত্রি হলে সুর ছড়ালেন এই শিল্পী। দরদি কণ্ঠের মায়াজালে মুগ্ধ করলেন ঢাকার শ্রোতাদের। এর আগে ঢাকার শ্রোতারা শুনেছে আতিফের গান। তবে সেটা বেশ কয়েক বছর আগে। এরই মধ্যে আতিফের ঝুলিতে জমা হয়েছে আরও কয়েকটি জনপ্রিয় গান। পুরনো ও নতুন সেই গানগুলো নিয়ে অনুষ্ঠিত হলো ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম’ নাইট শীর্ষক কনসার্ট। এটিএন এন্টারটেনমেন্ট লিমিটেড আয়োজিত সঙ্গীতানুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে ভারতের দুই শিল্পীর সঙ্গীত পরিবেশনায়। হাল আমলের জনপ্রিয় দুই শিল্পী মমতা শর্মা ও আকৃতি কাক্কারও মাতিয়ে রাখেন শ্রোতৃম-লীকে। তাঁদের সঙ্গে পরিবেশনায় অংশ নেন ভারতের আরেক নবীন শিল্পী সাব্বির খান। রাত তখন প্রায় এগারোটা। নড়েচড়ে ওঠে শ্রোতারা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসেন আতিফ আসলাম। প্রথমেই গাইলেনÑ জিন্দেগি আ রাহা হু ম্যায় ...। সুললিত কণ্ঠের খেলায় বয়ে যায় শ্রোতাদের তুমুল করতালি। মুখরিত হয় মিলনায়তন। এরপর তাঁর পরিবেশনার শেষ পর্যন্ত রয়ে যায় সেই মুগ্ধতার রেশ। উচ্ছ্বাসে আসন ছেড়ে দাঁড়িয়ে যায় মুগ্ধ শ্রোতাদর্শক। গানের তালে নেচে ওঠা থেকে শুরু করে শিষ দিয়ে প্রকাশিত হয় আনন্দময়তা। এভাবেই পরিবেশনার পুরোটা সময়ে মাতোয়ারা করে একে একে গেয়ে শোনান ‘তেরা হোনে লাগা হু’, ‘তু জানে না’, ‘দুরি’, ‘ও জানে জা দুনো জাহা’সহ নিজের জনপ্রিয় গানগুলো। এছাড়াও পরিবেশন করেন ‘যাব কোয়ি বাত বিঘার যায়ে’, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’, ‘কাভি কাভি মেরা দিল মে’সহ বিভিন্ন জনপ্রিয় হিন্দি ছবির গান। এর আগে সাড়ে আটটায় প্রথম মঞ্চে উঠেন সাব্বির খান। শুরুতে গেয়ে শোনান হালের জনপ্রিয় গান ‘শোনো না সাঙ্গে মার মার’। এরপর গেয়ে কিশোর কুমারের তুমুল জনপ্রিয় গান ‘মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসে’। কনসার্ট স্থলের প্রবেশপথ সন্ধ্যা সাতটার মধ্যে খুলে গেলেও পারফরমেন্স শুরু হয় সাড়ে আটটায়। সাব্বির খানের পর মঞ্চে আসেন মমতা শর্মা ও আকৃতি কাক্কার। আকৃতি কাক্কার গেয়ে শোনান ‘চুরালিয়া হ্যায় তুমনে জো দিলকো’, ‘মারজানি মারজানি’, ‘আভি আভি জিন্দেগি’, তেরে বিনা জিয়া যায়ে না’সহ বেশ কিছু জনপ্রিয় গান। তার আগে মমতা শর্মা গেয়ে শোনান বেশকিছু বাংলা গানসহ জনপ্রিয় হিন্দি গান। এর মধ্যে ছিল ‘টিঙ্গু জিয়া’, ‘মুন্নি বদনাম হুয়ি’ ইত্যাদি। সঙ্গীতানুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক ও নির্মাতা দেবাশীস বিশ্বাস এবং মডেল আমব্রিন। রবিবার সকাল সাড়ে নয়টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আতিফ আসলাম।
×