ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিসিএসআইআর বিজ্ঞানীদের কর্মবিরতি

প্রকাশিত: ০৪:২১, ৩০ মে ২০১৬

বিসিএসআইআর বিজ্ঞানীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার ॥ অনিয়ম, হয়রানিমূলক বদলির প্রতিবাদে ও প্রতিষ্ঠানে গবেষণার সুষ্ঠু পরিবেশের দাবিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের শতাধিক বিজ্ঞানী রবিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠানের একজন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বিজ্ঞানীদের দাবি মেনে না নেয়া পর্যন্ত লাগাতার কর্মসূচী চালিয়ে যাবে। রবিবার প্রতিষ্ঠানের চত্বরে শতাধিক বিজ্ঞানী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞানী সংঘের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে এ কর্মসূচী। এ সময় তারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কর্মসূচীতে পরিষদের সিনিয়র বিজ্ঞানী ড. মহাম্মদ সেলিম, ড. মুহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রতিষ্ঠানের উর্ধতন বিজ্ঞানী মালা খানের নানা দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তারা বলেন, বিসিএসআইআর একটি সংবিধিবদ্ধ সংস্থা। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উন্নয়নের মাধ্যমে শিল্প ব্যবস্থায় বিপ্লব ঘটানো সম্ভব যার মাধ্যমেই কেবল বাংলাদেশ তার কাক্সিক্ষত রূপকল্প বাস্তবায়ন করতে পারবে। বিসিএসআইআর এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে পারে। বিসিএসআইআর প্রবিধানমালা-১৯৮৯ অনুযায়ী বিসিএসআইআরের বিশেষায়িত ছয়টি ইনস্টিটিউটসহ আটটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি প্রদান করা হয়ে থাকে। কিন্তু বিগত কয়েক বছর যাবত মালা খানের বিভিন্ন কর্মকা-ে বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা লজ্জিত, অপমানিত ও হয়রানির শিকার হচ্ছে। বিচার বিভাগীয়/ বিশিষ্ট বিজ্ঞানী দ্বারা তদন্তের মাধ্যমে মালা খানের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান বিজ্ঞানীরা। মালা খানের রাহুর কবল থেকে বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণার এই সূতিকাগার এই বিসিএসআইআরকে রক্ষা করে দেশের ভাবমূর্তি অক্ষুণœ রাখার জন্য সর্বস্তরের বিজ্ঞানীরা বিজ্ঞানের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানান এ সময়।
×