ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছিনতাইয়ের শিকার ভ্যানচালকের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৩, ৩০ মে ২০১৬

ছিনতাইয়ের শিকার ভ্যানচালকের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ মে ॥ শিবচরে সালাম ঢালী (১৮) নামের এক ভ্যানচালককে ছুরি দিয়ে কুপিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় রবিবার চিকিৎসাধীন অবস্থায় সালাম মারা যায়। পুলিশ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। জানা গেছে, শুক্রবার রাতে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাঘিয়া গ্রামের দলিলউদ্দিন ঢালীর ছেলে ভ্যানচালক আব্দুস সালাম ঢালী কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিল। সে বাংলাবাজার এলাকায় পৌঁছলে যাত্রীবেশে ৩/৪ ছিনতাইকারী তার ভ্যানের গতিরোধ করে। এরপর তাকে বাজারের একটি দোকানের পেছনে নিয়ে তার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। সালাম বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওইদিন মধ্যরাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সালামের মৃত্যু হয়। পুলিশ ছিনতাইকারী চক্রের সদস্য বাদশাকে (২০) গ্রেফতার করে। বাদশা ঢাকার জুরাইন এলাকার মজিবুর রহমানের ছেলে বলে পুলিশ জানায়।
×