ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সালথায় সহিংসতা দেখে হৃদরোগে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৪:১১, ৩০ মে ২০১৬

সালথায় সহিংসতা দেখে হৃদরোগে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ মে ॥ সালথায় নির্বাচন পরবর্তী সহিংসতা দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সালথা ভাওয়াল ইউনিযনের চিলারকানদিয়া গ্রামে শনিবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুকুজ্জামান নির্বাচিত ঘোষিত হওয়ার পর তার সমর্থকরা ওই গ্রামের জালাল মোল্লার (৬৫) বাড়িতে হামলা চালায়। ইউপি নির্বাচনে এই পরিবারটি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মমতাজ পারভীনের সমর্থক ছিল। হামলাকারীরা জালাল মোল্লার বাড়িতে তিনটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটতরাজ চালায়। জালাল মোল্লার ছেলে সাবেক ইউপি সদস্য বাচ্চু মাতুব্বর জানান, এ হামলার ঘটনার পর আতঙ্কিত হয়ে রাত সাড়ে নয়টার দিকে বাবা জালাল মোল্লা হৃদরোগে আক্রান্ত হন। তাকে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একই ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের জাহাঙ্গীরের বাড়িতেও নির্বাচন পরবর্তী হামলার ঘটনা ঘটেছে।
×