ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় ‘চর্চা সাহিত্য আড্ডা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:০৭, ৩০ মে ২০১৬

কেন্দুয়ায় ‘চর্চা সাহিত্য আড্ডা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে রবিবার ‘চর্চা সাহিত্য আড্ডা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, ছড়া-কবিতা ও গল্প পাঠ এবং নৃত্যগীতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে কেন্দুয়া পৌর শহরে লাঠিখেলাসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর সদরের ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে এবং চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের পরিচলনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা, ছড়া ও গল্পপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজীসহ চর্চা সাহিত্য আড্ডার সদস্যসহ স্থানীয় সাহিত্য-সংস্কৃতি অনুরাগী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেন। প্রসঙ্গত, ‘সাহিত্য সংস্কৃতির টানে, মিশি প্রাণে প্রাণে’Ñ সেøাগানকে ধারণ করে এক বছর আগে স্থানীয় ক’জন সাহিত্য ও সংস্কৃতি অনুরাগীর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। মফস্বলের নিভৃতে গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী সংগঠনটি এরই মধ্যে ৫১ সাপ্তাহিক সাহিত্য আসরের আয়োজন করেছে। প্রকাশ করেছে বেশ কয়েকটি সাহিত্যপত্র। ৫২তম সপ্তাহে এসে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজন করে। বিখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক চন্দ্রকুমার দে, রওশন ইয়াজাদী, সিরাজুদ্দিন কাশিমপুরী, বাউল জালাল খাঁ ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মভূমি কেন্দুয়ায় নিয়মিত এ সাহিত্য আসরের মধ্য দিয়ে সংগঠিত হয়েছেন এক ঝাঁক নবীন-প্রবীণ কবি, ছড়াকার, গল্পকার, গীতিকার, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। বিভিন্ন সময় আসরে যোগ দিয়েছেন খ্যাতিমান কবি-সাহিত্যিকরাও।
×