ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুল জন্মবার্ষিকীতে প্রদীপ নন্দীর গান

প্রকাশিত: ০৪:০৭, ৩০ মে ২০১৬

নজরুল জন্মবার্ষিকীতে প্রদীপ নন্দীর  গান

স্টাফ রিপোর্টার ॥ গানে গানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন করে ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতিক কেন্দ্র। শনিবার সন্ধ্যায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একক নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রদীপ কুমার নন্দী। ‘পাষানে ভাঙ্গালে ঘুম’ নজরুল সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পী একে একে পরিবেশন করেন আঁধো আঁধো বোল লাগে, নয়ন ভরা জল গো তোমার, বাগিচায় বুলবুলি তুই, তুমি সুন্দর তাই, শাওন রাতে যদি, আমায় নহে গো ভালবাস মোর গান, লায়লী তোমার এসেছে ফিরিয়া, আমার যাওয়ার সময় হলো দাও বিদায় ও আমি চিরতরে দূরে চলে যাব। শিল্পীকে যন্ত্রানুসঙ্গে সঙ্গত করেন ফিরোজ খান (সেতার), সুনীল সরকার (কীবোর্ড), বিপ্লব শর্মা (তবলা) এবং অক্টোপ্যাডে ছিলেন রাশেদুল হাসান।
×