ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো ছায়ানটের নজরুল উৎসব

প্রকাশিত: ০৪:০৭, ৩০ মে ২০১৬

শেষ হলো ছায়ানটের নজরুল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ছায়ানট আয়োজিত নজরুল উৎসবের শেষ দিন ছিল শনিবার। এদিন সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে নাচ, গান আর কবিতা পাঠের মধ্যদিয়ে উদ্যাপিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী। শুরুতে নজরুলের ‘অম্বরে মেঘ মৃদঙ্গ বাজে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মফিদুল হক। এরপর শিল্পীরা সম্মেলক পরিবেশন করে নজরুলসঙ্গীত ‘এসো শঙ্কর ক্রোধাগ্নি’। অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন শিল্পী প্রিয়ন্তদেব, জান্নাতুল ফেরদৌস, মঈদুল ইসলাম, নাশিদ কামাল, স্বর্ণা নাগ, খালিদ হোসেন, ইয়াকুব আলী খান, ইয়সমিন মুশতারি, খায়রুল আনাম শাকিল, সৈয়দা সনজিদা জোহরা বিথীকা প্রমুখ। সম্মেলক গান পরিবেশন করে নজরুল ইন্সটিটিউট। আবৃত্তি করেন শিল্পী লিয়াকত খান ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শেষ হয় নজরুল উৎসব।
×