ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ধ্রুপদ সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৪:০৬, ৩০ মে ২০১৬

রাজশাহীতে ধ্রুপদ সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মানুষ এমনিতেই সঙ্গীতপ্রেমী। আর সেই সঙ্গীত যদি ধ্রুপদ হয় তাহলে তো কথাই নেই। শেষ জ্যৈষ্ঠের বৃষ্টিস্নাত সন্ধ্যা সঙ্গীতপ্রেমীদের নিয়ে যায় মোহনীয় পরিবেশে। শুক্রবার সন্ধ্যায় নগরীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ধ্রুপদ সঙ্গীতের আয়োজন করে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ। এ আয়োজনেই মুগ্ধ শ্রোতারা। সবাই মুগ্ধ হলেন ডাগর বাণীশৈলীর ধ্রুপদ সঙ্গীতে। সঙ্গীত পরিবেশনায় ছিলেন তরুণশিল্পী ঋত্বিক মাহমুদ। কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমারের সঞ্চালনায় শুরু হয় এ সঙ্গীতসন্ধ্যা। তিনি পরিচয় করিয়ে দেন শিল্পীকে এবং কোন রাগ অনুরাগে তিনি গাইলেন আর মুগ্ধ করলেন সবাইকে। অনুষ্ঠান সূত্রপাত করেন কবি রুহুল আমীন প্রামাণিক। শিল্পীকে আশীর্বাদ করেন একুশে পদকে ভূষিত শিল্পী প-িত অমরেশ রায় চৌধুরী। ঋত্বিক মাহমুদ গাইলেন ‘মিয়াকি মলহার’ উপমহাদেশের বিখ্যাত ডাগর বাণীশৈলীর ধ্রুপদ। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী তার অভিব্যক্তিতে বলেন, আমি নবীন শিল্পী, আমাকে আশীর্বাদ করবেন। যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তরুণ শিল্পী ঋত্বিক মাহমুদ তার গায়কী ঢঙে যেন গ্রন্থাগারে উপস্থিত সকলকে বাঁধলেন সুরের ঐকতানে। পিনপতন নীরবতায় কেউ একটুও নড়ছেন না, মগ্ন হয়ে শুনছেন ধ্রুপদ সঙ্গীত। অনুষ্ঠানে পাখোয়াজ বাজালেন রাবি সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক ড. দীনবন্ধু পাল। রাজশাহীতে শুদ্ধ সঙ্গীতের প্রসারে কবিকুঞ্জের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।
×