ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র

তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রকাশিত: ০৪:০৫, ৩০ মে ২০১৬

তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষত তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র আফগান সমঝোতা প্রক্রিয়ায় যোগ দিতে নতুন তালেবান নেতার প্রতি আহ্বান জানিয়ে তার কাছেও এক শান্তি প্রস্তাব রেখেছে। গোলযোগপূর্ণ বেলুচিস্তানে এক মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার কয়েকদিন পর যুক্তরাষ্ট্র জঙ্গী দলটি সম্পর্কে এ মনোভাব ব্যক্ত করল। খবর পিটিআই ও ডন অনলাইনের। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্কিন টোনার সাংবাদিকদের বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু সেই সঙ্গে আমরা সন্ত্রাসীদের বিশেষত তালেবান নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতিও আহ্বান জানাচ্ছি। টোনার বলেন, আমাদের প্রস্তাব হলো, আমরা আফগানদের নেতৃত্বে শান্তি ও সমঝোতা প্রক্রিয়া সমর্থন করি এবং আলোচনায় যোগ দিতে নতুন তালেবান নেতৃত্বের যে কোন প্রয়াসকে স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়ায় যোগ দিতে নতুন তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহকে উৎসাহিত করতে কোন শান্তি প্রস্তাব দেবে কি না, এ প্রশ্নের জবাবে টোনার বলেন, তার পূর্বসুরীর মৃত্যু সন্ত্রাসের পথ ত্যাগ করতে মোল্লা হাইবাতুল্লাহর জন্য এক সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু ওই মার্কিন কর্মকর্তা নতুন তালেবান নেতা আলোচনায় যোগ দিলে তার ওপর ড্রোন হামলা চালানো হবে না এমন কোন আশ্বাস দিতে অস্বীকৃতি জানান। তবে টোনার ব্যাখ্যা দেন যে, মোল্লা মনসুরের অতীত কার্যকলাপ এবং আফগান বাহিনী ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর আরও আক্রমণ চালাতে তার অভিপ্রায়ের কারণেই তার ওপর ড্রোন হামলা চালানো হয়। তিনি বলেন, মনসুরকে রণাঙ্গন থেকে সরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এক অনিবার্য হুমকিই দূর করেছে কিন্তু আমাদের আশা, এটি তালেবানের উদ্দেশে এ স্পষ্ট বার্তাও পাঠিয়েছে যে, প্রকৃতপক্ষে শান্তি ও সমঝোতাই তাদের সামনে খোলা একমাত্র পথ। যে ড্রোন হামলায় মোল্লা নিহত হন, তা বৈধ ছিল কি না, এ প্রশ্নের জবাবে টোনার বলেন, যখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত স্বার্থ হুমকির মুখে পড়ে, তখন ব্যবস্থা নেয়ার অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে। এদিকে, আফগানিস্তানে এক সময়ে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জেমস বি কানিংহাম বলেন, পাকিস্তানের ভেতর ড্রোন হামলা চালিয়ে তালেবান নেতা মোল্লা মনসুরকে হত্যা করার ঘটনা যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় বরদাশত করবে না এমন বার্তাই পাঠাবে।
×