ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন প্রকাশিত ২৫ ফাইল ব্রিটিশদের চোখে যুদ্ধাপরাধী ছিলেন না নেতাজী

প্রকাশিত: ০৪:০৪, ৩০ মে ২০১৬

নতুন প্রকাশিত ২৫ ফাইল ব্রিটিশদের  চোখে  যুদ্ধাপরাধী ছিলেন  না  নেতাজী

নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে চতুর্থ পর্যায়ের আরও ২৫টি ফাইল প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার? এই নিয়ে কেন্দ্র নেতাজী সংক্রান্ত মোট ২শ’ ফাইল প্রকাশ করল? এতে বলা হয়েছে, নেতাজী কোনদিন যুদ্ধাপরাধী ছিলেন না? প্রকাশিত ফাইলগুলোর মধ্যে ২৫টি ১৯৬৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়কালের? সরকারীভাবে জানানো হয়েছে, ২৫টি ফাইলের মধ্যে পাঁচটি ফাইল এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে? চারটি স্বরাষ্ট্র ও ১৬টি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করে? এ বছর ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনে থেকেই নেতাজী সম্পর্কিত ফাইল প্রকাশ করতে শুরু করে কেন্দ্রীয় সরকার? ২০১৫ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজীর ফাইল প্রকাশের পরই কেন্দ্রের হেফাজতে থাকা ফাইলগুলো প্রকাশের দাবি জানান। এরপর থেকে কেন্দ্রের হাতে থাকা গোপন ফাইলও প্রকাশ করার ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই ফাইলে বলা হয়েছে নেতাজী কখনই যুদ্ধাপরাধী ছিলেন না। এবার প্রধানমন্ত্রীর দফতর থেকে যে ফাইলগুলো এসেছে, তার মধ্যে কয়েকটি পাতা নেই? আরও জানা গেছে, নেতাজীকে মরণোত্তর ‘ভারতরতœ’ দেয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাও চিঠি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমনকে? ১৯৯২ সালে মওলানা আবুল কালাম আজাদের সঙ্গে নেতাজীর নামও অনুমোদন করেছিল প্রধানমন্ত্রী দফতর? কিন্তু নেতাজীর পরিবার তা নিতে অস্বীকার করে? বলে, ‘ভারতরতেœর থেকে অনেক বড় নেতাজী?’ -ইন্ডিয়ান এক্সপ্রেস
×