ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ মিনিটের মধ্যে দিল্লীতে আঘাত হানতে পারে পাকিস্তান ॥ কাদির খান

প্রকাশিত: ০৪:০৩, ৩০ মে ২০১৬

পাঁচ মিনিটের মধ্যে দিল্লীতে আঘাত  হানতে পারে  পাকিস্তান ॥  কাদির খান

পাকিস্তানের পরমাণু কর্মসূচীর জনক ড. আবদুল কাদির খান দাবি করেছেন, রাওয়ালপিন্ডির কাছে কাহুটা থেকে পাঁচ মিনিটের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লীকে নিশানা বানানোর সক্ষমতা পাকিস্তানের রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। তিনি আরও বলেন, ১৯৮৪ সালে পাকিস্তানের পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা ও পরিকল্পনা ছিল, তবে ওই পদক্ষেপে বাধা দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক। পাকিস্তানী দৈনিক ডন বিজ্ঞানী আবদুল কাদিরের বরাত দিয়ে এ তথ্য জানায়। খান বলেন, জেনারেল জিয়ার ধারণা ছিল, পাকিস্তান পরমাণু পরীক্ষা চালালে বিশ্ব সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেবে। রাওয়ালপিন্ডির কাছে কাহুটা থেকে পাঁচ মিনিটে ভারতের রাজধানী নয়াদিল্লীকে নিশানা বানানোর সক্ষমতা পাকিস্তানের রয়েছে। শনিবার ইয়াওমে তাকবির (পাকিস্তানের বিশেষ দিবস) উপলক্ষে এক সমাবেশে এ বিজ্ঞানী বলেন, ‘আমার অবদান ছাড়া পাকিস্তানের পক্ষে পরমাণু শক্তিধর হওয়া সম্ভব ছিল না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ওই সক্ষমতা অর্জন করি।’ পাকিস্তান ১৯৯৮ সালের ২৮ মে পরমাণু পরীক্ষা চালায় এবং পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়।
×