ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল সিমেক্স সিমেন্ট

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ মে ২০১৬

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল সিমেক্স সিমেন্ট

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল প্রকৌশল খাতের কোম্পানি সিমেক্স সিমেন্ট। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এক বিবৃতিতে সিমেক্স সিমেন্ট জানায়, তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ দুই দেশে থাকা তাদের মালিকানা কিনে নিয়েছে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি সিয়াম সিটি সিমেন্ট। এ জন্য সিয়াম সিটিকে গুনতে হয়েছে প্রায় ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১৭ কোটি টাকা। বিবৃতিতে আরও বলা হয়, ঋণ পরিশোধ ও কর্পোরেট কার্যক্রম পরিচালনায় সিমেক্স এই অর্থ ব্যয় করবে। কোম্পানিটি মূলত আন্তর্জাতিকভাবে ব্যবসা পরিচালনা করে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ কোম্পানিটির প্রায় ৫০টির বেশি দেশে ব্যবসা রয়েছে। ২০০১ সালের শুরুর দিকে কোম্পানিটি বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। -অর্থনৈতিক রিপোর্টার
×