ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে আজ ১ ঘণ্টা দোকানপাট বন্ধ

প্রকাশিত: ০৩:৫৮, ৩০ মে ২০১৬

প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে আজ ১ ঘণ্টা  দোকানপাট বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একই সঙ্গে এ ভ্যাট পদ্ধতি বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে সংগঠনটি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। প্যাকেজ ভ্যাট বহালের দাবিতে সোমবার সারাদেশে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রেখে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করার ঘোষণাও দেয় সংগঠনটি। দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ শাহ আলম খন্দকার বলেন, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্ট্রারের (ইসিআর) মাধ্যমে ক্রেতাদেরে কাছ থেকে ভ্যাট আদায় করাটা ক্ষুদ্র দোকান মালিকদের জন্য খুবই কষ্টসাধ্য হবে। এতে রাজস্ব আদায়ে যেমন ব্যাঘাত ঘটবে তেমনি ব্যবসায়ীরাও হয়রানির শিকার হবেন। তাই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, ২০১৩ সালে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করার প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছিল। সেই সময় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় প্যাকেজ ভ্যাট প্রথা বহাল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোকান মালিক সমিতির চেয়ারম্যান এসএ কাদের কিরণ বলেন, আমাদের এখনও এমন কোন অবকাঠামো গড়ে উঠেনি যে ইসিআর পদ্ধতির মাধ্যমে ভ্যাট দেব। যারা একদরে পণ্য বিক্রি করে তাদের জন্য হয়ত এ পদ্ধতি প্রযোজ্য হবে। কিন্তু যেসব ব্যবসায়ী দরাদরি করে পণ্য বিক্রি করেন তাদের ক্ষেত্রে এ পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করা সম্ভব না বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কামাল হোসেন প্রমুখ।
×