ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের প্রস্তাব নাকচ

প্রকাশিত: ০৩:৫৭, ৩০ মে ২০১৬

আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের প্রস্তাব নাকচ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবাসন খাতে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে বিনিয়োগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় আবাসন খাতে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয় বিনিয়োগের জন্য ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪’-এর ১৯-বি ধারার যুগোপযোগী সংশোধনের প্রস্তাব দেয় ‘রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)। সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী রিহ্যাব প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রস্তাবের সপক্ষে রিহ্যাব নেতারা বলেন, আবাসন খাতে সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় ৫ থেকে ১০ বছরের জন্য গৃহায়ণ খাতে অপ্রদর্শিত অর্থ ফ্ল্যাট, প্লট, বাণিজ্যিক ভবন ও বিপণিবিতানে বিনিয়োগের সুযোগ দেয়া উচিত। অন্যথায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাবে। এছাড়া বর্তমানে বিভিন্ন দেশে ‘সেকেন্ড হোম’ গ্রহণের সুযোগ থাকায় দেশের অর্থ স্বাভাবিকভাবেই বিদেশে চলে যাচ্ছে। এমতাবস্থায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলে তা ট্যাক্স নেটের আওতায় আসবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে বলে দাবি করেন তারা। রিহ্যাবের এ প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী বলেন, অপ্রদর্শিত আয় এভাবে বিনিয়োগের কোন সুযোগ দেয়া হবে না। প্রাক-বাজেট আলোচনায় রিহ্যাব নেতারা ১৩ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে আবাসন খাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘ মেয়াদী পুনঃঅর্থায়ন সুবিধা চালু করা; রেজিস্ট্রেশন ব্যয় ৭ শতাংশে নামিয়ে আনা, গেইন ট্যাক্স ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ; গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস; সরকারী কর্মকর্তাদের জন্য বিশেষ সুদের হারে আবাসন তহবিল গঠন ইত্যাদি উল্লেখযোগ্য।
×