ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাপাহারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০০:২৩, ২৯ মে ২০১৬

সাপাহারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে  থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার নওগাঁর সাপাহারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল সালমা খাতুন নামে পঞ্চম শ্রেণীর ছাত্রী সালমা খাতুন। সে উপজেলার চন্দুরা গ্রামের সাইদুল ইসলামরে কন্যা ও বাবুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, ওই গ্রামের সাইদুল ইসলাম পারিবারিক ভাবে তার পঞ্চম শ্রেণীতে পড়–য়া শিশু কন্যা সালমা খাতুনের বিয়ে ঠিক করে পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলায়। সে অনুযায়ী রবিবার দুপুরে বিয়ে পড়ানোর কথাও ছিল এবং বরযাত্রীরাও বিয়ে বাড়ীতে এসেছিল বিয়ে করতে। এ অবস্থায় গ্রামের দু’একজন সচেতন ব্যক্তি মারফত বাল্য বিয়ের সংবাদ পৌঁছে যায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনিরুজ্জামান ভূঁঞার কাছে। তাৎক্ষনিক নির্বাহী অফিসার ব্যবস্থা গ্রহনসহ বাল্যবিয়ে বন্ধের জন্য উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক ও পুলিশ ্প্রশাসনকে পাঠিয়ে দেন ওই বিয়ে বাড়িতে। তারা জরুরী ভিত্তিতে ওই গ্রামে গিয়ে তাদের আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিয়ের সুফল-কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বিয়ের কাজ বন্ধ করে দেন। সে সঙ্গে শিশু কন্যা সালমা খাতুনকে পুনরায় তার স্কুল জীবনে ফিরিয়ে দেন।
×