ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত-৩৫

প্রকাশিত: ২৩:২৯, ২৯ মে ২০১৬

লক্ষ্মীপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত-৩৫

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর উপজেলায় ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় অন্তঃত ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে খোকন, জামাল উদ্দিন, সবুজ, আরিফ হোসেন,জসিম উদ্দিন, মুরাদ হোসেন,নুর মোহাম্ম্দ কামাল হোসেন,আবদুল মান্নান ও রুবেল সহ ২৫জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর পর্যন্ত সদর উপজেলার দিঘলী, হাজিরপাড়া, দত্তপাড়া, ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে। এ সব সহিংসতার বেশিরভাগ ঘটনা ঘটেছে প্রতিদ্বন্ধি দুই ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে। এ নিয়ে এলাকায় চরম অসন্তোষ ও আতংক বিরাজ করছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, ফলাফল ঘোষনা ও আধিপত্য বিস্তার নিয়ে নির্বাচনী পরবর্তী সহিংসতায় জড়ায় ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত এ সব ঘটনায় কেউ মামলা ও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×