ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২৯ বছর পূর্তি অনুষ্ঠান

ময়মনসিংহ এমন এক শহর, যার ঐতিহ্য বলে শেষ করা যাবে না ॥ রওশন এরশাদ

প্রকাশিত: ০৭:৫০, ২৯ মে ২০১৬

ময়মনসিংহ এমন এক শহর, যার ঐতিহ্য বলে শেষ করা যাবে না ॥ রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম জেলা ময়মনসিংহের ২২৯ বছর পূর্তিতে রাজধানীতে ‘ময়মনসিংহ দিবস-২০১৬’ উদযাপিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। পরে এক আলোচনায় বক্তারা ময়মনসিংহের হাজার বছরের ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, ময়মসিংহ এমন একটি অঞ্চল যার সঙ্গে অন্য কোন অঞ্চলের তুলনা করা যাবে না। একদিকে পাহাড়, অন্যদিকে হাওড়; পুরো এই এলাকা ঘুরে দেখলে-বাংলাদেশই ঘুরে দেখা হয়। এছাড়া বিশ্বনন্দিত ময়মনসিংহ গীতিকার কথা সকলের জানা। ব্রিটিশ-ভারত আন্দোলন থেকে শুরু করে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন ও ’৭১-এর মুক্তিযুদ্ধসহ সর্বক্ষেত্রেই এ অঞ্চলের বিশেষ অবদান রয়েছে। তবে এখনও অঞ্চলটি আর্থ-সামাজিক ও শিল্পভিত্তিক উন্নয়নের দিকে দিয়ে পিছিয়ে আছে। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় বৃহত্তর ময়মনসিংহবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ময়মনসিংহ বিভাগ দ্রুত বাস্তবায়ন হোক এটা আমি চাই। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। দ্রুত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, ময়মনসিংহ বিভাগ হয়েছে, তবে বিভাগ বাস্তবায়নের জন্য অনেক কাজ বাকি রয়ে গেছে। দ্রুত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন করতে হবে, সময় কিন্তু দ্রুত চলে যায়। আমাদের দাবি আমরা এ বিভাগ দ্রুত বাস্তবায়ন চাই। ময়মনসিংহে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, অর্থনৈতিক অঞ্চল গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মত হয়েছেন। বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ময়মসিংহ এমন একটি অঞ্চল যার সঙ্গে অন্য কোন অঞ্চলের তুলনা করা যাবে না। একদিকে পাহাড়, অন্যদিকে হাওড়; পুরো এই এলাকা ঘুরে দেখলে যেন বাংলাদেশই ঘুরে দেখা হয়। তবে এখনও ময়মনসিংহ অঞ্চল শিল্পায়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। বর্তমান যুগ জনসম্পদের যুগ, তাই দক্ষ শিক্ষিত জ্ঞানী মানুষ তৈরি করতে হবে। ডিজিটাল ওয়ার্কার তৈরির ক্ষেত্রে ময়মনসিংহের কোন উন্নয়ন হয়নি, তাই এই অঞ্চলে জ্ঞান কর্মী তৈরির ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রবীণ সাংবাদিক রাহাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক নুরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান প্রমুখ।
×