ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৫৫, ২৯ মে ২০১৬

ইসলাম ও নৈতিক শিক্ষা

১. মাক্কি সূরার বিষয়বস্তু হলো- র. তাওহিদ রর. রিসালাত ররর. হালাল-হারাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২. ‘আল-নূর’ শব্দের অর্থ কী? ক) জ্যোতি খ) দয়া গ) করুণা ঘ) রহমত ৩. মেয়েদের পক্ষে আকিকার জন্য কয়টি পশু জবেহ করতে হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪. মুসলমানদর ভ্রাতৃবন্ধনের সাথে জড়িত ছিলেন- র. আনসারগণ রর. মুহাজিরগণ ররর. মহানবী (সা) নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫.আমরা চর্চা করব- ক) আরবি সাহিত্যের খ) আল্লাহর গুণের গ) সাহাবিদের দক্ষতার ঘ) কঠিন কাজের ৬. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে? ক) আলোহীন খ) সহনীয় গ) উত্তপ্ত ঘ) শীতল ৭. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ- ক) হাশর খ) বারযাখ গ) মিযান ঘ) জান্নাত ৮. নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয়- র. অশান্তি রর. ঝগড়া ররর. মতৈক্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৯. জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর- ক) সুন্নত খ) ওয়াজিব গ) ফরজ ঘ) মুস্তাহাব ১০. মহিলা হাজীদের জন্য সফরসঙ্গী হতে পারেন- ক) দেবর খ) ননদ গ) শাশুড়ি ঘ) স্বামী ১১. ইসলামী শরিয়তের প্রধান উৎস কয়টি? ক) ৪টি খ) ৩টি গ) ২টি ঘ) ৫টি ১২. ‘ইমান’ শব্দের অর্থ কী? ক) সাধনা খ) ভাগ্য গ) বিশ্বাস ঘ) শান্তি ১৩. প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্ত- র. পোশাক পরিচ্ছদ রর. স্বর্ণালঙ্কার ররর. পেশাজীবীর যন্ত্রপাতি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৪. মাসারিফ অর্থ কী? ক) ব্যয় খ) আয় গ) ব্যয় করার খাত ঘ) আয় করার খাত ১৫.যামিমা শব্দের অর্থ কী? ক) নিন্দনীয় খ) প্রশংসনীয় গ) মন্দ ঘ) ভালো ১৬.আকিকা শব্দের অর্থ- ক) দান করা খ) ভাঙা গ) আনন্দ করা ঘ) জমা করা ১৭. মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়- ক) ধৈর্য খ) অধৈর্য গ) উত্তম চরিত্র ঘ) অসদাচরণ ১৮. হযরত দাউদ (আ)-এর নিকট কয়জন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করেছিল? ক) একজন খ) দুইজন গ) তিনজন ঘ) চারজন সঠিক উত্তর : ১. (ক) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (খ) ৬. (গ) ৭. (খ) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (খ)
×