ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৬:৪৭, ২৯ মে ২০১৬

মেধাবী মুখ

কাউসার রহমান ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মাসুদ রানা ব্যবসায়ী এবং মা সাহিদা বেগম গৃহিনী। ভবিষ্যতে কাউসার প্রকৌশলী হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী। আতিয়া মুয়াজ্জেমা (আশামনি) ২০১৫ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ গোল্ডেনসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আশামনির মা নাজমা খাতুন একজন গৃহিণী ও বাবা মোঃ নূরুল আলম বাংলাদেশ কৃষি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা। ভবিষ্যতে আতিয়া ডাক্তার হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী। মাহিম হাসান মারুফ তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা থেকে ইবতেদায়ী সমাপনীতে (২০১৫) গোল্ডেন জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। একই সঙ্গে সে ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর বৃত্তি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তার বাবা জনাব মোঃ হাসমত আলী এবং মা মরিয়ম আক্তার। সে সবার দোয়াপ্রার্থী। তাসনুভা মাহাজাবিন তুবা ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা হাফিজুল করিম এলজিইডির কর্মকর্তা এবং মা জীবননাহার সুইট স্কুল শিক্ষিকা। ভবিষ্যতে তুবা প্রকৌশলী হতে চায়। সে সবার দোয়াপ্রার্থী। শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত ঢাকা জেলার বাড্ডা থানায় অবস্থিত কলেজগুলোর মধ্যে বেরাইদের একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শ্রেষ্ঠ কলেজ এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁঞা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। মূলত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ, আইসিটি দক্ষতাসহ বিভিন্ন দিক বিবেচনা করে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে তাঁকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁঞা দীর্ঘ দিন যাবৎ অধ্যাপনার সঙ্গে জড়িত। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার এই সাফল্যের জন্য কলেজের সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারি এবং ছাত্রছাত্রীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
×