ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা কমার্স কলেজের সাফল্য

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ মে ২০১৬

ঢাকা কমার্স কলেজের সাফল্য

স্ব-অর্থায়নে পরিচালিত ঢাকা কমার্স কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং ২০১৫-এ দেশসেরা বেসরকারী কলেজ নির্বাচিত হয়েছে। কলেজটি তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পদক লাভ করেছে। ঢাকা কমার্স কলেজ র‌্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে ৫টি সেরা কলেজের মধ্যে ৪র্থ স্থান, জাতীয় পর্যায়ে সেরা বেসরকারী কলেজ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ১০টি সেরা কলেজের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ এবং ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো প্রকাশিত কলেজ র‌্যাঙ্কিংয়ে সেরা বেসরকারী কলেজের স্বীকৃতি পেল। জাতীয় বিশ্ববিদ্যালয় ৩১টি সূচকের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজে ২০১৫ সালের জন্য স্কোরের ভিত্তিতে র‌্যাঙ্কিং এর উদ্যোগ গ্রহণ করে। ২০ মে ২০১৬ জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৫-এর এ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৬৭টি কলেজকে এ্যাওয়ার্ড, সনদ এবং ৫ ও ১০ হাজার টাকা মূল্যের বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর মো. নোমান উর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ আসলাম ভূঁইয়া, সাবেক উপ-উপাচার্য (এ্যাকাডেমিক) প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন। ঢাকা কমার্স কলেজ কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক, অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ, উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মোঃ শফিকুল ইসলাম এবং কলেজের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজের র‌্যাঙ্কিংয়ে ঢাকা কমার্স কলেজ জাতীয় পর্যায়ে সেরা বেসরকারী কলেজ নির্বাচিত হওয়ায় কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে দুবার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি লাভের পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেরা বেসরকারী কলেজের সম্মাননা ও পদকপ্রাপ্তি ঢাকা কমার্স কলেজকে শিক্ষাভুবনে যথাযোগ্য মর্যাদার আসন দিয়েছে। এরূপ স্বীকৃতি দেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং র‌্যাঙ্কিং নির্বাচন বিশেষজ্ঞ কমিটির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি পরিচালনা পরিষদের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রীর নিকট থেকে তিন ক্যাটাগরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজ এর এ্যাওয়ার্ড গ্রহণ করে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ বলেন, এটা আমার জীবনের স্মরণীয় ও আনন্দের ঘটনা। আমি ঢাকা কমার্স কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যে সব ত্যাগী ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিলেন তাঁদের এবং কলেজের সুযোগ্য পরিচালনা পরিষদ ও নিবেদিত শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এস এম আলী আজম সহযোগী অধ্যাপক, ঢাকা কমার্স কলেজ
×