ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুইন মেরী কলেজে ভর্তি তথ্য

প্রকাশিত: ০৬:৪৬, ২৯ মে ২০১৬

কুইন মেরী কলেজে ভর্তি তথ্য

রাজধানীর কুড়িল বিশ্বরোডস্থ ‘কুইন মেরী কলেজ’সহ দেশের সব সরকারী-বেসরকারী কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন বা টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে ৯ জুন পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা জমা দিয়ে কোন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। সেই সঙ্গে এসএমএসের মাধ্যমে আরও ১০টি কলেজের প্রতি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে একাধিক প্রতিষ্ঠানে পর পর আবেদন করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিক হচ্ছে তাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সময়। এইচএসসিতে ভাল ফলাফলের উপরই একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ অনেকাংশে নির্ভরশীল। তাই শিক্ষার্থীদের এমন একটি কলেজ বেছে নিতে হবে যেখানে গুণগত শিক্ষার সবরকম সুযোগ-সুবিধা রয়েছে। সেগা-জামাল ফাউন্ডেশন কর্তৃক ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘কুইন মেরী কলেজ’ তেমনই একটি প্রতিষ্ঠান। কলেজটির নিজস্ব ক্যাম্পাস ও ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা এসি ও নন এসি হোস্টেল সুবিধা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি এসএসসির ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর বৃত্তি প্রদান করছে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ: ০১৭৫০০০০৯৪৬-৭,ww w.queenmarycollege.edu.bd https:/ww/w.facebook.com/ Queen-Mary-College Dhaka. উযধশধ. অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: ww w.xiclassadmission.gov.bd
×