ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকিতে আজ আবাহনী-মোহামেডান দ্বৈরথ

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ মে ২০১৬

প্রিমিয়ার হকিতে আজ আবাহনী-মোহামেডান দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রিমিয়ার ডিভিশন হকি লীগে আজ মুখোমুখি হবে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল ৪টায় দু’দলের এ ম্যাচটি শুরু হবে। লীগে এখনও হারেনি মোহামেডান। ম্যাচটি সামনে রেখে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘আবাহনী বড় দল। তাদের খেলোয়াড়রাও ভাল মানের। তাছাড়া ক্লাবকাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে আমরাও পিছিয়ে নেই। দল দারুণ ছন্দে আছে। লীগে আমরা এখনও হারিনি। আশাকরি আবাহনীর বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়ব।’ জিমি আরও বলেন, ‘এই ম্যাচেই লীগ চ্যাম্পিয়নশিপের অনেক কিছু নির্ভর করছে।’ আবাহনীর অধিনায়ক-গোলরক্ষক অসীম কুমার গোপ বলেন, ‘মেরিনারের বিপক্ষে সবশেষ ম্যাচ ড্র করাটাই আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। দলের দেশীদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। খোরশেদ, শিটুল, রুম্মনরা প্রতি ম্যাচেই দারুণ খেলছেন। বিদেশীরা প্রত্যাশা মতো পারফর্মেন্স করতে পারছে না। আশাকরি মোহামেডানের বিপক্ষে ম্যাচে তারা জ্বলে উঠবে।’ এই মাসে ক্লাবকাপে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে আবাহনীর কাছে ৪-২ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয় মোহামেডান। তবে লীগে উজ্জ্বল মোহামেডান। ১৯৯৮, ২০০০ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় তারা। ২০০২, ২০০৩ সালের চ্যাম্পিয়ন আবাহনী। এছাড়া ২০১০ সালে যুগ্মচ্যাম্পিয়ন হয় আবাহনী ও মোহামেডান। ২০০৬ ও ২০১৪ সালে ঊষা ক্রীড়া চক্রের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী। ১৯৯৮ সালে প্রিমিয়ারের উত্থান হলেও এর আগে প্রথম বিভাগ নামেই চলতো এই লীগ।
×