ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডারহাম টেস্ট, হেরাথের ৩শ’ উইকেট

মঈনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মে ২০১৬

মঈনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ মঈন আলির দারুণ এক সেঞ্চুরির ওপর ভর করে ডারহাম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৮ রানের (৯ উইকেটে ডিক্লেঃ) বড় স্কোর গড়েছে ইংল্যান্ড। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানী বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার। সঙ্গে এ্যালেক্স হেলস (৮৩) ও জো রুটের (৮০) দুটি কার্যকর হাফ সেঞ্চুরি স্বাগতিকদের রানের পাহাড়ে চড়িয়েছে। অতিথিদের হতাশার দিনে ১ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৩শ’ উইকেটের ল্যান্ডমার্কে পা রেখেছেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ (৮০* টেস্টে ৩০০)। ইনিংস ও ৮৮ রানের বড় জয়ে তিন ম্যাচের ‘ইনভেস্টেক’ সিরিজে ১-০তে এগিয়ে এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে এই টেস্টে লঙ্কানদের জিততেই হবে, কিন্তু দু’দিনেই তারা যেভাবে কোণঠাসা হয়ে পড়েছে এ্যাঞ্জেলো ম্যাথুসদের জন্য কাজটা কঠিন। শনিবার ৩ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। বাকি ৪ উইকেট হারিয়ে এদিন আরও ১৮৮ রান যোগ করে কুকের দল। গল্পটা কেবলই মঈনের। প্রথমদিন ৬৮তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে জেমস ভিঞ্চ (৩৫) যখন আউট হন তখন ক্রিজে আসেন মঈন। ষষ্ঠ উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে যোগ করেন ৭০ রান। ব্যক্তিগত ৪৮ রানে বেয়ারস্টো ফেরার পর কেই বা ভেবেছিল টেল-এন্ডারদের নিয়ে এভাবে জ্বলে উঠবেন মঈন? সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে তুলে নেন আরও ৯২। সবচেয়ে অবিশ্বাস্য নবম উইকেট জুটিতে ৭২ রান তুলে নেয়া। যেখানে স্টিভেন ফিনের অবদান মাত্র ১০। ১৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পা রাখা মঈন। ১০০-১৫০ পরের ৫০ রানের জন্য রুদ্রমূর্তির ব্যাটসম্যান বল খেলেন মোটে ৪১টি! শেষ পর্যন্ত ২০৭ বলে ১৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৫৫। সাত নম্বরে নেমে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এটিই। ১৭৫, ১৬৯ ও ১৬৪ রান নিয়ে শীর্ষে যথাক্রমে শ্রী রঞ্জিত সিংজি (১৮৯৭), জো হার্ডস্টাফ জুনিয়র (১৯৩৮) ও ডেরেক রেন্ডেল (১৯৮৪)। শ্রীলঙ্কার হয়ে পেসার নুয়ান প্রদীপ ৪, সুরাঙ্গা লাকমল ২ ও স্পিনার মিলিন্দা শ্রীবর্ধনে নেন ২ উইকেট। ডারহাম টেস্টে কুকও আছেন আলোচনায়। আর মাত্র ৫ রান হলে গ্রেট শচীন টেন্ডুলকরকে টপকে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের রেকর্ড গড়বেন ইংল্যান্ড অধিনায়ক।
×