ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলতে পারেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৩২, ২৯ মে ২০১৬

খেলতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের অভিষেক টুর্নামেন্টেই সানরাইজার্স হায়দরাবাদের ‘প্রাণভোমরা’ হয়ে উঠেছেন মুস্তাফিজুর রাহমান। অবিশ্বাস্য বোলিংয়ে প্রথমবারের মতো দলকে ফাইনালে তুলে আনতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ১৫ ম্যাচে নিয়েছেন পঞ্চম সর্বাধিক ১৬ উইকেট। এলিমিনেটর পর্যন্ত দলের হয়ে টানা ১৫টি ম্যাচে ছিলেন অবিচ্ছেদ্য অংশ হয়ে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির জন্য গুজরাট লায়ন্সের বিপক্ষে ‘কোয়ালিফায়ার-২’ এ মাঠে নামতে পারেননি টাইগার কাটার মাস্টার। স্বভাবতই আজকের ফাইনালকে ঘিরে ভক্তদের একটাই প্রশ্ন, মুস্তাফিজ খেলছেন তো? সম্ভাবনা প্রবল। অধিনায়ক ওয়ার্নার এবং দেশে মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমানের বক্তব্যে আশার সঞ্চার হচ্ছে। ইনজুরিটাও গুরুতর নয়। সংবাদ মাধ্যমকে মোখলেছুর বলেন, ‘ওর সঙ্গে কথা বলে যতটুকু মনে হলো, চোট অতটা গুরুতর নয়। হয়ত ফাইনালের বিষয়টা মাথায় রেখেই দল ওকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চায়নি। অবস্থা ভাল হলে অবশ্যই খেলবে। আমার মনে হয়েছে, মুস্তাফিজের জন্য হায়দরাবাদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’ শুক্রবার গুজরাট ম্যাচের আগে ‘দ্য ফিজের’ অনুপস্থিতির কারণ জানিয়ে অধিনায়ক ওয়ার্নার বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আজ মুস্তাফিজ নেই। আশা করছি ও দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’ জানুয়ারিতে জিম্বাবুইয়ে সিরিজে প্রথম ইনজুরিতে পড়েন ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজ। এরপর এশিয়া কাপ টি২০তে ফিরেছিলেন। কিন্তু ৩ ম্যাচ খেলার পর সাইড স্ট্রেইন ইনজুরিতে আবার মাঠ থেকে ছিটকে পড়তে হয়েছিল। টি২০ বিশ্বকাপে দলের সঙ্গেই ছিলেন। যদিও বাছাই পর্বে খেলতে পারেননি। অবৈধ এ্যাকশনের জন্য তাসকিন আহমেদ ও আরাফাত সানি নিষিদ্ধ হলে পুরো ফিট হওয়ার আগে এক রকম বাধ্য হয়েই বিশ্বকাপের শেষের ৩টি ম্যাচে মুস্তাফিজকে খেলানো হয়েছিল। এরপর আইপিএলের গেল দুই মাসে একরকম বিশ্রামই পাননি। মুস্তাফিজকে নিয়ে কেন এত আলোচনা, সেটি বোধহয়ন নতুন করে বলার প্রয়োজন নেই। আন্তর্জাতিক অঙ্গনের মতো আইপিএলেও স্বপ্নের অভিশেষক। বিশ্ব মিডিয়ার আলোচনায় টাইগার কাটার-মাস্টার। আইপিএলে ধারাভাষ্য দেয়া পাকিস্তান কিংবদন্তী রমিজ রাজা যেমন বলেন,‘টেস্টে ভালো এমন অনেকে আছে। আছে জেমস অ্যান্ডারসন কিংবা ডেল স্টেইন। কিন্তু এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাাফিজই সেরা।’ সাবেক ভারতীয় তারকা মনোজ প্রভাকরের মন্তব্য,‘এই মুহূর্তে মুস্তাফিজ সেরা বোলার তা নিয়ে কোন সংশয় নেই। মালিঙ্গা ভাল ইয়র্কার দিতে জানে, কিন্তু মুস্তাফিজ তার সেরা পর্যায়ে আছে। কাটার খুব দ্রুতগতিতে করে। আছে অন্যান্য বৈচিত্র্য এবং এগুলো সে ব্যাটসম্যানকে বুঝতে না দিয়েই করতে পারে। ভারত-পাকিস্তানীদের মধ্যে সারাজীবন যেখানে দ্বিমত, সেখানে মুস্তাফিজের শ্রেষ্ঠত্বে একমত রমিজ-প্রভাকর! হবেনই বা না কেন? ২০১৫ সালের জুনে হই চই ফেলে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। প্রথমবারের মতো ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়ার সেই সিরিজের দুই ম্যাচেই নিয়েছিলেন ১১ উইকেট। আইপিএল শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাওয়ার কথা। কিন্তু প্রতিভাবান এই পেসারের ওপর বিশেষ নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
×