ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:৩২, ২৯ মে ২০১৬

ব্যাঙ্গালুরু-হায়দরাবাদ ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সংক্ষিপ্ত হয়ে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবারের দ্বৈরথ। লীগ পর্ব হয়ে শেষ চারÑ ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সসহ একে একে বিদায় নিল ছয় দল। রইল বাকি দুই। এম চিন্মাস্বামী স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে (২০০৯, ২০১১, ২০১৬) একবারও শিরোপার স্বাদ না পাওয়া বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। অর্থাৎ শিরোপা যাদের হাতেই উঠুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল। বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আজ খেলার প্রবল সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। সেনাপতি ওয়ার্নার এবং দেশে মুস্তাফিজের বড় ভাইর বক্তব্যে এমন আভাসই পাওয়া গেছে। হ্যামস্ট্রিং (সামান্য) ইনজুরির জন্য ‘কোয়ালিফায়ার-২’ এ হায়দরাবাদের হয়ে মাঠে নামতে পারেননি টাইগার কাটার মাস্টার। এতদিন বাংলাদেশীদের জন্য আইপিএল মানেই ছিল সাকিব-আল হাসান, তথা কলকাতা নাইট রাইডার্স। কারণ তিনিই ছিলেন ধারাবাহিক প্রতিনিধি। এবার তাতে বাড়তি মাত্রা যোগ করেন মুস্তাফিজ। ব্যাটে-বলে ম্লান সাকিবের কলকাতা যেখানে আগেই বিদায় নিয়েছে (এলিমিনেটর থেকে), সেখানে ফাইনালে খেলছে হায়দরাবাদ। অভিষেক আসরেই দলটির ‘প্রাণভোমরা’ হয়ে উঠেছেন মুস্তাফিজ। অবিশ্বাস্য বোলিংয়ে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৫ ম্যাচে নিয়েছেন পঞ্চম সর্বাধিক ১৬ উইকেট। ২৩ উইকেট নিয়ে শীর্ষে সতীর্থ ভুবনেশ্বর কুমার। তবে পরিসংখ্যান নয়, মুস্তাফিজ সাড়া জাগিয়েছেন ‘বিস্ময়কর’ ইকোনমি রেট দিয়ে। টি২০’র মারমুখী ব্যাটিংয়ের যুগে আইপিএলে ওভারপ্রতি মাত্র ৬.৭৩ করে রান দিয়েছেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার! লীগ পর্বে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। কাটার, সেøায়ার, ইয়র্কারে গোটা ক্রিকেটবিশ্বকেই মোহিত করে চলেছেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’। এলিমিনেটর পর্যন্ত দলে হয়ে টানা ১৫টি ম্যাচে ছিলেন অবিচ্ছেদ্য অংশ হয়ে। কিন্তু পরশু ‘কোয়ালিফাই-২’ ম্যাচের একাদশ দেখে চমকে ওঠেন বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা। এই প্রথম দলে নেই মুস্তাফিজ। কারণটা জানিয়েছেন অধিনায়ক নিজেই। ‘হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আজ মুস্তাফিজ নেই। আশা করছি ও দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’ গুজরাট ম্যাচের আগে বলেন ওয়ার্নার। আসলেই সুস্থ হয়ে উঠবেন, গ্র্যান্ড ফাইনালে বোলিং জাদুতে বিমোহিত করবেন তরুণতুর্কি পেসার? সম্ভাবনা প্রবল। ‘ওর সঙ্গে কথা বলে যতটুকু মনে হলো, চোট অতটা গুরুতর নয়। হয়ত ফাইনালের বিষয়টা মাথায় রেখেই দল ওকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চায়নি। অবস্থা ভাল হলে অবশ্যই খেলবে। আমার মনে হয়েছে, মুস্তাফিজের জন্য হায়দরাবাদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান। ব্যাট হাতে হায়দরাবাদকে প্রায় একাই ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন অধিনায়ক ওয়ার্নার। ৮ হাফ সেঞ্চুরির সাহায্যে ৬০ গড়ে করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৯ রান। ৩৯ গড়ে ৪৭৩ রান করে সাপোর্ট দিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। শুক্রবার ‘কোয়ালিফাই-২’ এ একাই গুজরাট লায়ন্সের হাত থেকে জয় ছিনিয়ে আনেন ওয়ার্নার। অপরাজিত ৯৩ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে হন ম্যাচসেরা। ‘ইয়েস আমরা ফাইনালে উঠেছি। ওয়ার্নার তুমি অসাধারণ।’ নিজের ফেসবুক পেজে অধিনায়কের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তার নীচে লিখেছেন মুস্তাফিজ। বল হাতে ভাল করছেন বারিন্দার স্রান (১৩) আর ময়েস হেনরিকস (১২)। শীর্ষ শিকারি ভুবনেশ্বরের সঙ্গে আজ মুস্তাফিজ ফিরলে হায়দরাবাদের বোলিং শক্তি বাড়বে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বিরাট কোহলির নেতৃত্বে ব্যাঙ্গালুরুর ব্যাটিং সত্যি ‘ভয়ঙ্কর’। আছেন ক্রিস গেইল, ‘কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে একাই হারিয়ে দেয়া এবি ডি ভিলিয়ার্স (৪৭ বলে ৭৯*)। তবে কোহলিকে আলাদা করে রাখতে হবে। ৪ সেঞ্চুরি ও ৬ হাফ সেঞ্চুরির সাহায্যে ৮৪ গড়ে করেছেন আসরের রেকর্ড সর্বোচ্চ ৯১৯ রান। গুজরাটকে হারিয়ে ফাইনালে ওঠার দিনেই হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার বলেছেন, ব্যাঙ্গালুরুর ব্যাটিং শক্তিশালী, তবে কোহলিই তাদের জন্য বড় হুমকি। সেটিকে আরও উস্কে দিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক নিজে। কোহলি বলেছেন, প্রথমবারের মতো শিরোপা জিততে সম্ভাব্য সবকিছুই করবে তার দল। প্রত্যেক সদস্য শেষবিন্দু দিয়ে লড়তে মরিয়া। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
×