ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধন্যি মেয়ে

প্রকাশিত: ০৬:১৫, ২৯ মে ২০১৬

ধন্যি মেয়ে

৬ মাস ২৭ দিন বয়সী জাইলা। সাঁতার কাটাত দূরে থাক কথাই বলতে পারে না। কিন্তু এই শিশুটিই এখন বিশ্বজুড়ে সেনসেশনে পরিণত হয়েছে। কারণ বিশ্বের সর্বকনিষ্ঠ স্কি চালক হিসেবে ইতিহাসে ঠাঁই পেয়েছে এই একরত্তি মেয়ের নাম। ৩০ ইঞ্চি উচ্চতা আর ২০ পাউন্ড ওজনের জাইলা গত বৃহস্পতিবার ফ্লোরিডার উইনটার হ্যাভেন লেকের অন্তত সাতশ ফুট দূরত্ব পথ স্কি করেছে। খবরে বলা হয়েছে এ সময় এতটুকুও ভয় পায়নি মেয়েটি। তার মুখে ছিল হাসি আর উচ্ছ্বাস। জাইলার বাবা কিথ সেন্ট অঞ্জ এবং মা লঁরা লেন একজন নামজাদা স্কি চালক। জাইলা যখন মায়ের পেটে তখন থেকেই বাবা-মায়ের স্বপ্ন মেয়েকে বিখ্যাত স্কি-চালক বানাবেন। তাই জন্মের তিন সপ্তাহ পর থেকে জাইলাকে স্কি চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু। মেয়েটির বাবা কিথ সেন্ট অঞ্জ বলেন, পানিতে নামালে জাইলা বিষয়টি উপভোগ করত। পানিতে খেলতে চাইত। এ সময় এতটুকুও ভয় পেত না। এরপর থেকে আমরা নিয়মিত জাইলাকে পানিতে নামাতাম। আর স্কি চালানো শেখাতাম। অল্প সময়ের মধ্যেই জাইলা বিষয়টিতে অভ্যস্ত হয়ে পড়ে। তারপর লেকে নামানোর সিদ্ধান্ত আসে। তবে পানিতে নামানোর আগে আমরা জাইলার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কোমড়ে রশি বেঁধে দেই। তিনি বলেন, স্কি করার সময় জাইলাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। অবশ্য বাবা-মার এই সিদ্ধান্ত নিয়ে অনেকে সমালোচনা করেছে। কেউ এটিকে খামখেয়ালিপনা বলে উল্লেখ করেছে। অনেকে বলেছে, এটি দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে। তবে এসব সমালোচনাকে তোয়াক্কা করছে না জাইলার পরিবার। মেয়েটির মা লঁরা লেন বলেন, যারা সমালোচনা করছে তারা আসলে জানেই না তারা আসলে কী বলছে? জাইলা পানিকে ভয় পায় না। তাই আমরা ওকে (জাইলা) পানিতে নামিয়েছি। জাইলার এই স্কির দৃশ্য সামাজিক যোগাযোগ সাইটে ছাড়তে এটি ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে কয়েক লাখ লাইক আর শেয়ার পড়ে। অনেকে এই ধন্যি মেয়েকে দেখতে বাড়ির সামনে ভিড় জমায়। আবার কেউ জাইলাকে ছুয়ে দেখার আবদার করে। আর জাইলার বাড়ির সামনে গণমাধ্যমকর্মীদের ভিড় জমেই আছে। বাবা-মা জাইলাকে কোলে নিয়ে সাক্ষাতকার দিতে ব্যস্ত। জাইলার মা বলেন, আমরা কখনই ভয়কে ভয় মনে করিনি। আমার মেয়েও আশা করি এমনই হবে। -ডেইলি মেইল, হাফিংটন পোস্ট ও ইউপিআই অবলম্বনে।
×