ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লগইন চোখের মণির প্রতিবিম্বে

প্রকাশিত: ০৬:১৫, ২৯ মে ২০১৬

লগইন চোখের মণির প্রতিবিম্বে

পাসওয়ার্ডের যুগ কি শেষ হওয়ার দিকে এগোচ্ছে? অন্তত এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সেরকমই ইঙ্গিত দিচ্ছে গুগল। এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত যে কোন গুগল এ্যাকাউন্টের ক্ষেত্রে এবার চোখের মণির প্রতিবিম্ব দিয়েই লগইন করা যাবে। গত সপ্তাহেই সাফল্যের সঙ্গে ‘ট্রাস্ট এপি আই’ নামে এই বিশেষ প্রযুক্তির ‘ডেমো’ দিয়েছে গুগ্ল। চলতি বছরের শেষের দিকে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে শুধু চোখের মণির প্রতিবিম্ব মিললেই চলবে না, সুরক্ষা আরও মজবুত করতে মুখের ছবি, শরীরী ভাষা এবং গলার স্বর মিলিয়ে নেয়ারও ব্যবস্থা থাকবে। মাল্টিপল লগইনের সুবিধাও রাখা হবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ফোন এবং ট্যাবলেটের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা বানানো হবে। কোন বৈধ এ্যান্ড্রয়েড ব্যবহারকারী যদি লগইন সমস্যায় পড়েন তাহলে তার জন্য থাকবে বিশেষ হেল্পলাইন।-টেকট্রি অবলম্বনে।
×